শেষ আপডেট: 13th March 2025 11:44
দ্য ওয়াল ব্যুরো: বলিউড তারকা আমির খানের ভাগ্নে ইমরান খান আবারও রুপোলি পর্দায় ফিরতে প্রস্তুত। একসময় নিজের চেহারা ও অভিনয় দক্ষতায় দর্শকদের মন জয় করলেও, দীর্ঘদিন ধরে পর্দা থেকে দূরে ছিলেন তিনি। তবে এবার ইমরান নতুন উদ্যমে ফিরছেন, আর তাঁর পরবর্তী কাজ মুক্তি পাবে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে।
ছবির সঙ্গে যুক্ত একটি সূত্র জানিয়েছে, ছবির শুটিং শুরু হবে এপ্রিলে। ইমরানের বিপরীতে মুখ্য চরিত্রে দেখা যাবে ভূমি পেডনেকরকে। প্ল্যাটফর্মটি এখনও আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও, ছবিটির প্রি-প্রোডাকশনের কাজ চলছে পুরোদমে।
এই ছবির চিত্রনাট্য লিখছেন দানিশ আলম, যার নাম সামনে এসেছিল ২০২৪ সালের সেপ্টেম্বরে। প্রযোজনার দায়িত্ব সামলাচ্ছেন ইমরান ও তাঁর এক বন্ধু। সূত্রের মতে, ছবির প্রথম ঝলকেই নেটফ্লিক্সের অনুমোদন মিললেও, তখন স্ক্রিপ্ট পুরোপুরি প্রস্তুত ছিল না বলে চুক্তি সই হয়নি।
উল্লেখ্য, ২০১৫ সালের পর থেকে ইমরান খানকে আর কোনও সিনেমায় দেখা যায়নি। ‘কাট্টি বাট্টি’ ছিল তাঁর শেষ ছবি। ‘দিল্লি বেলি’র মতো সাহসী ও ভিন্নধারার ছবির জন্য পরিচিত ইমরান কি এই কামব্যাকে আবারও বলিউডে নিজের জায়গা করে নিতে পারবেন? সে প্রশ্নের উত্তর দেবে সময়।