শেষ আপডেট: 31st August 2023 14:04
দ্য ওয়াল ব্যুরো: এই শতকের গোড়ার দিকে নয়ের দশকের জন্মানো ছেলেমেয়েরা তখন টিনএজার, ঠিক সেই সময়ে বলিউডে এলেন সুদর্শন ইমরান খান। ২০০৮ সালে বড় পর্দায় এল একেবারে কমবয়সি একদল বন্ধুদের নিয়ে বানানো প্রেমের ছবি 'জানে তু ইয়া জানে না'। নায়ক হিসেবে প্রথম ছবিতেই বাজিমাত করলেন ইমরান (Imran Khan comeback), তুমুল হিট হল ইমরান-জেনেলিয়ার জুটি। এরপর 'আই হেট লাভ স্টোরিজ', 'মেরে ব্রাদার কি দুলহন', 'ডেলহি বেলি' একের পর এক ছবিতে নায়কের ভূমিকায় পরপর অভিনয় করে বলিউডে নিজের জায়গা ক্রমশই পাকা করে তুলছিলেন আমির খানের ভাগ্নে (Imran Khan)।
তবে আচমকাই ছন্দপতন। ২০১৫ সালে 'কাট্টি বাট্টি'র পর থেকে পর্দা থেকে একপ্রকার হারিয়ে গেলেন ইমরান। বহু দিন পর্দায় দেখা যায়নি অভিনেতাকে। ঠিক কোন কারণে বলিউড দূরে ঠেলে দিল সম্ভাবনায় ভরপুর এই অভিনেতাকে সে প্রশ্ন বিতর্কিত। শোনা যায় বলিউডের নেপোটিজম বিতর্কেই করণ জোহরকে চটিয়ে ফেলেছিলেন ইমরান। করণ জোহরের শো 'কফি উইথ করণ'এ সূক্ষভাবে পরিচালককে খোঁচা মেরেছিলেন অভিনেতা। নিন্দকেরা বলেন, তাতেই বলিউডে কাজের দরজা ধীরে ধীরে বন্ধ হয় ইমরান খানের।
এই প্রশ্নের উত্তরে শোনা যেত ইদানীং মুম্বইয়ে থিয়েটার করেন এককালের জনপ্রিয় নায়ক। যদিও ইমরানের ভক্তরা সাগ্রহে চাইতেন ফের পর্দায় ফিরুন তাঁদের প্রিয় 'চকলেট বয়'। সম্ভবত, তাঁদের সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। ইনস্টাগ্রামে অগস্ট মাসের শুরু থেকেই দেখা যাচ্ছে একের পর এক নিজের পুরনো ছবির দৃশ্য পোস্ট করছেন ইমরান। ইনস্টাগ্রামে শেষবার ২০১৮ সালে নিজের একটি ছবির প্রচারের উদ্দেশ্যে তার পোস্টার আপলোড করেন অভিনেতা। যদিও সেই ছবি সকলের চোখের আড়ালেই মুক্তি পায়, বিশেষ আলোচনা হয়নি সেই ছবি নিয়ে। এর প্রায় ৫ বছর পর চলতি বছরের অগস্ট মাসে ফের ইনস্টাগ্রাম পোস্ট দেখা যায় ইমরান খানের প্রোফাইলে।
অগস্টের ১০ তারিখ দীর্ঘদিন ধরে পর্দায় প্রিয় অভিনেতাকে দেখার জন্য ধৈর্য ধরে অপেক্ষা করেছেন অনুরাগীরা, সেই কারণে ইমরান তাঁদের ধন্যবাদ জানান ইনস্টাগ্রামের পোস্টে। এরপর কিছু দিন অন্তর অন্তরই একের পর এক ছবির দৃশ্য পোস্ট করে শ্যুটিংয়ের স্মৃতিচারণ করতে দেখা গেছে ইমরানকে। বৃহস্পতিবারও ইমরান 'মেরে ব্রাদার কি দুলহন' ছবি থেকে নিজের এবং ক্যাটরিনা কাইফের চারটি ছবি পোস্ট করেন। স্বাভাবিক ভাবেই ইমরানের এই থ্রোব্যাক পোস্টগুলিতে ক্রমাগত এই জল্পনা দৃঢ় হচ্ছে যে খুব তাড়াতাড়ি পর্দায় ফিরতে পারেন ইমরান খান। অভিনেতা নিজেও তেমনই ইঙ্গিত দিচ্ছেন। ফলে, খুব তাড়াতাড়ি পর্দায় ফিরবেন ইমরান, এই আশায় বুক বাঁধছেন ভক্তরা।
‘প্যাহলে বাপ সে বাত কর!’ শাহরুখের সংলাপ নিয়ে হইচই, সমীরকেই কি বার্তা দিলেন বাদশা