শেষ আপডেট: 3rd December 2024 13:55
দ্য ওয়াল ব্যুরো: শুধু ইমন চক্রবর্তীর (Iman Chakraborty) ‘ইতি মা’ গানই নয়। অস্কার নমিনেশনে ঠাঁই পেয়েছে ‘পুতুল’ ছবির ব্যাকগ্রাউন্ড স্কোরও!
‘এ যেন ডবল আনন্দ’—ফোন ধরেই বললেন ছবির পরিচালক ইন্দিরা ধর মুখোপাধ্যায়। (Indira dhar mukherjee)
সকাল সকাল এমন খবর পেতেই ‘দিশেহারা’ ইন্দিরা। বললেন, ‘প্রথম যে খবরটা পাই, তা হল ইমনের গানের নমিনেশন, আর তার কিছুক্ষণ বাদেই জানলাম আমাদের ছবির ব্যাকগ্রাউন্ড স্কোরও নমিনেটেড! ব্যাকগ্রাউন্ড স্কোরের কৃতিত্ব একেবারে সায়ন গঙ্গোপাধ্যায়ের (সুরকার) (Sayan gangopadhay)। ও খুব খেটেছে ছবিটার জন্য। খেয়াল করবেন, ‘আরআরআর’ হোক কিংবা ‘জয় হোক’ তাতে যে সকল বাদ্যযন্ত্র ব্যবহার হয়েছে তা একেবারে মৌলিক, সুর নির্মাণের ক্ষেত্রে মৌলিক বাদ্যযন্ত্র ব্যবহার করতে আমি বলেছিলাম, ও তাই করেছে। কম্পিউটারাইজড কোনও ট্র্যাক আমাদের ছবিতে ব্যবহার হয়নি। এই স্বীকৃতি শুধু আমার কিংবা ইমন-সায়নের নয়। গোটা টিমের কৃতিত্ব। আমি এখনও ভাবতে পারছি না, ইনসাইড আউট, প্ল্যানেট অফ দ্য এপস, মুফাসা-র মতো ছবিপ পাশে, আমার ছবি ‘পুতুল’ও রয়েছে!’’
এরপরে যাত্রাপথ কিন্তু আরও কঠিন, তা বুঝতে পারছেন নিশ্চয়ই, ‘তা তো বটেই, কিন্তু আশা রাখছি, ভাল কিছু হবে...’ বললেন পরিচালক ইন্দিরা ধর মুখোপাধ্যায়।
অস্কার কমিটির দ্বারা গঠিত হয় বিভাগীয় নির্বাচনী দল। সঙ্গীত ক্যাটগরিতে নির্বাচন প্রক্রিয়ার জন্য তৈরি হয়েছে তেমনই এক দল। তারাই ভোটদানের মাধ্যমে বেছে নেবে মোট ১৫টি মৌলিক গান ও ২০টি মৌলিক ব্যাকগ্রাউন্ড স্কোর। আগামী ৯ থেকে ১৩ ডিসেম্বর অবধি চলবে প্রথম রাউন্ডের নির্বাচন। শর্টলিস্টেড অর্থাৎ বাছাই হওয়া গানগুলোর নাম ঘোষণা করা হবে ১৭ ডিসেম্বর।
প্রসঙ্গত, ইন্দিরা ধর মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘পুতুল’ ছবির গান ‘ইতি মা’। গানটি গেয়েছেন ইমন চক্রবর্তী। শিশু দিবসের উপলক্ষে এই গান মুক্তি পায় ১৪ নভেম্বর। তার পরেই এল এত বড় স্বীকৃতির খবর। প্রথম বাংলা গান অস্কার নমিনেশনে, সঙ্গে সেই ছবির ব্যাকগ্রাউন্ড স্কোরও!