শেষ আপডেট: 7th December 2024 13:59
দ্য ওয়াল ব্যুরো: বিভিন্ন কনসার্টে ইমন চক্রবর্তীকে বাংলা গানের বদলে হিন্দি গাইতে বলায়, তিনি জোর গলায় তার প্রতিবাদ জানিয়েছিলেন। এবারও তেমনই একটি দাবির মুখোমুখি হতে হল গায়িকাকে। রাজারহাট একটি কনসার্ট চলছিল। একের পর এক সুপারহিট বাংলা গানে মেতেছিলেন দর্শক। তারই মাঝে হঠাৎই কেউ তাঁকে অনুরোধ করে বাংলার পরিবর্তে হিন্দি গান গাওয়ার জন্য। ইমন সাফ সাফ জানিয়ে দেন যে, বাংলায় থাকতে হলে বাংলা গান শুনতে হবে।
আসলে কী ঘটেছিল কনসার্টে?
রাজারহাট কনসার্টে এদিন ইমন যখন পারফর্ম করছেন, তখন হঠাৎই কেউ তাঁকে বাংলা গান না গাওয়ার অনুরোধ করেন। তা শুনতেই ক্ষোভে ফেটে পড়েন গায়িকা। উত্তরে তিনি বলেন, 'হঠাৎই এমন জোরের সঙ্গে বলা যে আমি বাংলা গান শুনব না, এটা অন্য কোনও জায়গা হলে চুলের মুঠি ধরে ক্যাম্পাস থেকে বার করে দিত। এমনটা হতে পারে না। সবচেয়ে অবাক ব্যপার বাংলায় থাকছ। বাংলায় রোজগার করছ। বাংলা গান শুনবেনা বলছ?'
গোটা বিষয়টা নিয়ে দ্য ওয়ালের কাছে মুখ খোলেন ইমন। আসলে কনসার্টে ঠিক কী হয়েছিল, তা তিনি শেয়ার করলেন। ইমন বললেন, 'সবকিছু ঠিকঠাকই চলছিল। বিভিন্ন রকম গান গাইছিলাম। আমার মাথায় ছিল যে সেখানে বিভিন্ন ভাষার মানুষ রয়েছেন। সেভাবেই তৈরি করেছিলাম গানের লিস্ট। কিন্তু বহুক্ষণ ধরে খেয়াল করছিলাম এক ব্যক্তি ক্রমশ বিরক্ত করছেন। 'এসব গান শুনবো না। আপনাকে নাচতে হবে।' এই ধরনের কথা বলছিল। খেয়াল করে দেখেছি সেই ব্যক্তি বাঙালী ছিলেন না।'
ইমন আরও বলেন, 'আমি বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করেছি। এমনকী দক্ষিণ ভারতেও। খেয়াল করেছি সেখানকার মানুষ নিজেদের ভাষা ছাড়া অন্য ভাষাতে কথাও বলেন না। কিন্তু বাঙালীরা সব ভাষাকেই আপন করে নেয়। তাই বলে এমন নয় যে, নিজের ভাষার প্রতি সম্মান থাকবে না। আমি মনে করে আমি বাংলায় বড় হয়েছি। এখানেই থাকি। আজ আমি যা হয়েছি, সবটাই বাংলার জন্যই হয়েছি। সেখানে আমি এই অসম্মানটা একেবারেই মেনে নিতে পারি না। আগামী দিনেও যদি কেউ আমার সঙ্গে এই ধরনের আচরণ করেন, আমি মেনে নেব না। তার প্রতিবাদ জানাবো। তাতে যদি আমার কাছে কোনও শো না আসে, আমার কোনও দুঃখ নেই।'
TCSএর ডাকে রাজারহাটে বাঙালি শিল্পী ইমন গাইছিল। একজন বলল বাংলা গান না, হিন্দি গান গাইতে হবে। শুনে ইমন বললেন "জোরের সঙ্গে বলা যে আমি বাংলা গান শুনবো না, এটা অন্য কোন জায়গা হলে চুলের মুঠি ধরে ক্যাম্পাস থেকে বার করে দিত। বাংলায় থাকছ। বাংলায় রোজগার করছ। বাংলা গান শুনবেনা বলছ?" ❤️ pic.twitter.com/KkSTRVnb19
— Garga Chatterjee (@GargaC) December 6, 2024
এদিন ইমন আরও বলেন, 'এমন ফালতু কথা বলবে না। মনে রাখবে এই রাজ্যের নাম বাংলা। তাই তুমি তোমার পছন্দ মতো পাঞ্জাবি গান শোনো, মারাঠি গান শোনো, ইংরেজি গান শোনো, তবে সবটাই বাড়িতে। কিন্তু তোমার সাহস হল কী করে আমায় বাংলা গান গাইতে না বলার? এই ভন্ডামিগুলো একদম করো না। আমি বলছি সাহস থাকলে স্টেজে এসো।'
গায়িকার এই কথাকে সমর্থন করেছেন বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়। গোটা ঘটনার একটি ভিডিও শেয়ার করেন তিনি। সেই পোস্টের ক্যাপশনে লেখেন, 'রাজারহাটে বাঙালি শিল্পী ইমন গাইছিল। একজন বলল বাংলা না গেয়ে, হিন্দি গান গাইতে হবে। শুনে ইমন কড়া জবাব দিলেন।'