শেষ আপডেট: 3rd December 2024 12:53
দ্য ওয়াল ব্যুরো: ইমনের (Iman Chakraborty) গান অস্কারে! এই প্রথম বাংলা গান অস্কার মঞ্চের নমিমেশনে (Iman Chakraborty got nomination in Oscar) স্থান পেল। গানের নাম ইতি মা। পথশিশুদের নিয়ে গাওয়া এই গানে বিশ্বমানের স্বীকৃতি পেল ইমন!
জানা গেছে, এবারের অস্কার মঞ্চে সেরা মৌলিক গানের তালিকায় ৭৯টি গান এবং সেরা মৌলিক ব্যাকগ্রাউন্ড স্কোরের জন্য মোট ১৪৬টি গান ব্যালটে রয়েছে। গত বছরের মোট ১৪৮টি স্কোর নমিনেশন পায়। তালিকা অনুযায়ী গত বছরের চেয়ে মোট পাঁচটি কম গান ঠাঁই পেল অস্কার তালিকায়। তার মধ্যেই জ্বলজ্বল করছে বাঙালি গায়িকা ইমন চক্রবর্তীর গান।
ইন্দিরা ধর মুখার্জি পরিচালিত ছবি ‘পুতুল’ ছবির গান ‘ইতি মা’। গানটি গেয়েছেন ইমন চক্রবর্তী। শিশু দিবসের উপলক্ষে এই গান মুক্তি পায় ১৪ নভেম্বর। তার পরেই এল এত বড় স্বীকৃতির খবর। শুনে নিন গানটি।
খবর পাওয়ার পরেই যোগাযোগ করা হলে ইমন চক্রবর্তী বলেন, 'আমার ভাল লাগছে, আনন্দ হচ্ছে খুব। আমি এখন 'সারেগামাপা'-র শ্যুটে আছি, তার মধ্যেই ফোনটা পেলাম। অস্কারের টপ ৭৯টি গানের মধ্যে আমার বাংলা গান রয়েছে, এর থেকে আনন্দের আর কিছু হয় না। আমি সুপারহ্যাপি। আমি নিজের থেকেও বেশি খুশি, বাংলা গান নমিনেশন পেয়েছে। লায়ন কিং ছবির মুফাসার মতো গানের সঙ্গে পাল্লা দিয়ে বাংলা গান এই জায়গা পেয়েছে। অস্কারের থেকে বড় কোনও অ্যাওয়ার্ড আছে বলে তো আমরা জানি না। সেখানে আমার গান কমপিট করছে, এটাই আমার কাছে ভীষণ আনন্দের। এই কৃতিত্ব পরিচালক ইন্দিরাদি এবং সঙ্গীত পরিচালক সায়নের।'
ইমন আরও বলেন, তিনি আপাতত সারেগামাপা-র শ্যুটে আছেন, শুধু শান্তনু মৈত্রকে জানিয়েছেন খবরটা, ভীষণ খুশি উনিও। অন্যদিকে পরিবারে কেবল স্বামী নীলাঞ্জন চক্রবর্তী এবং বাবাকে জানিয়েছেন। তার বাইরে এখনও খুব বেশি কেউ জানেন না এত বড় সুখবর।
রবীন্দ্রসঙ্গীতের হাত ধরেই ইমনের যাত্রাপথ শুরু। তারপর কখনও তা বাঁক খেয়েছে ধ্রুপদীতে, কখনও আধুনিকে, আবার কখনও লোকসঙ্গীতে। ২০১৭ সালে ‘প্রাক্তন’ ছবির বাংলা গান ‘তুমি যাকে ভালবাসো’-র জন্য শ্রেষ্ঠ চলচ্চিত্র নেপথ্য কণ্ঠশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জেতেন ইমন। এবার নমিনেশন পেলেন বিশ্বমঞ্চের দরবারে।
অস্কার কমিটির দ্বারা গঠিত হয় বিভাগীয় নির্বাচনী দল। সঙ্গীত ক্যাটগরিতে নির্বাচন প্রক্রিয়ার জন্য তৈরি হয়েছে তেমনই এক দল। তারাই ভোটদানের মাধ্যমে বেছে নেবে মোট ১৫টি মৌলিক গান ও ২০টি মৌলিক ব্যাকগ্রাউন্ড স্কোর। আগামী ৯ থেকে ১৩ ডিসেম্বর অবধি চলবে প্রথম রাউন্ডের নির্বাচন। শর্টলিস্টেড অর্থাৎ বাছাই হওয়া গানগুলোর নাম ঘোষণা করা হবে ১৭ ডিসেম্বর।