Latest News

কোভিড টেস্টের রিপোর্ট হাতে ‘দরজায় খিল’ দিলেন ইমন

দ্য ওয়াল ব্যুরো: দুদিন আগেই কোভিড টেস্টের রিপোর্ট আসতে দেরি হওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন ইমন চক্রবর্তী। ৪০ ঘণ্টা পেরিয়ে গেলেও নিজের করোনা পরীক্ষার রিপোর্ট জানতে পারেননি তিনি। সোশ্যাল মিডিয়ায় তা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন। তারপর নিজেই রিপোর্ট হাতে পেয়ে ফেসবুকে জানিয়েছিলেন তাঁর কোভিড হয়নি। রিপোর্ট নেগেটিভ। স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল ইমনের ভক্তকূল।সে স্বস্তি অবশ্য বেশিক্ষণ স্থায়ী হল না। ২৪ ঘণ্টার মধ্যেই ফেসবুকে আরও একটি পোস্ট করলেন গায়িকা। জানালেন দরজায় খিল দিয়েছেন তিনি। কারণ তাঁর কোভিড টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে।

কোভিডের এই তৃতীয় ঢেউতে ঘরে ঘরে সর্দিকাশি লেগেই আছে। জ্বরও হচ্ছে আকছার। সকলেই ছোঁয়াচে সংক্রমণের ভয়ে আইসোলেশনে থাকছেন। চারদিকের পরিস্থিতি যেন হুবহু মিলে যাচ্ছে ৬ বছর আগে ইমন চক্রবর্তীর গাওয়া গানের সঙ্গে।ইমন গেয়েছিলেন, ‘আমার দরজায় খিল দিয়েছি, আমার দারুণ জ্বর’। প্রাক্তন সিনেমার গানের সেই কলি যেন হুবহু মিলে গেছে আজকালকার পরিস্থিতির সঙ্গে। হালকা জ্বর হচ্ছে সকলেরই। আর হলেই দরজায় খিল উঠে যাচ্ছে। আইসোলেশনে থাকতে হচ্ছে নিজের আর চারপাশের মানুষগুলোর কথা ভেবে।

তাই নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিমের ছড়াছড়ি। বুধবার ইমন নিজেই এমন এক মজার মিম শেয়ার করেছেন নিজের ফেসবুক পেজে। সেখানে মাইক হাতে ইমনের ছবির উপর লেখা রয়েছে তাঁর সেই বিখ্যাত গানের লাইন। উপরে রয়েছে নতুন বছর কেমন কাটছে জানতে চেয়ে প্রশ্ন। অর্থাৎ নতুন বছর জ্বর নিয়ে দরজায় খিল দিয়েই কেটে যাচ্ছে সকলের, পরিস্থিতি তেমনই। ফেসবুকে এই মিম শেয়ার করে গায়িকা লিখেছেন, এটা কিন্ত সেরা, কে বানিয়েছিস ভাই?এবার ইমনের নিজেরই অবস্থা হল দরজায় খিল দিয়ে আইসোলেশন পালন করার মতো।

You might also like