শেষ আপডেট: 1st January 2025 18:41
দ্য ওয়াল ব্যুরো: নতুন বছরের শুরুতেই ভক্তদের চমকে দিলেন ইলিয়ানা ডি’ক্রুজ। বছরের প্রথম দিনই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানালেন এই অভিনেত্রী। তবে ভিডিওর মূল আকর্ষণ ছিল তাঁর মাতৃত্বের ইঙ্গিত। তবে ইলিয়ানা ডি’ক্রুজ কি আবারও মা হতে চলেছেন? তাঁর সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া পোস্ট দেখে এমনটাই ধারণা করছেন নেটিজেনরা।
ইলিয়ানা সম্প্রতি ২০২৪ সালের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো ভাগ করে নিয়েছেন। সেখানে জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত তাঁর প্রথম সন্তান কোয়ার ছবি দেখা গেছে। মে মাসে পোষ্য মার্জারের একটি মিষ্টি মুহূর্ত শেয়ার করেছেন তিনি। তবে যা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা, তা হল অক্টোবর মাসের একটি ছবি। সেই ছবিতে ইলিয়ানার হাতে দেখা গেছে একটি প্রেগন্যান্সি টেস্ট কিট। আর এখান থেকেই শুরু হয়েছে জল্পনা—ইলিয়ানা কি আবার মা হতে চলেছেন?
‘বরফি’ খ্যাত ইলিয়ানা ভিডিওতে দেখিয়েছেন, কেমন ছিল ২০২৪ সালের মাতৃত্বের সফর। সেখানে পুত্র কোয়ার সঙ্গে কাটানো বিশেষ মুহূর্তের ঝলক দেখা গিয়েছে। তবে সবচেয়ে চমকপ্রদ ছিল তাঁর বক্তব্যের ইঙ্গিত, যেখানে তিনি জানিয়েছেন, আগামী অক্টোবর মাসে ফের মা হতে চলেছেন!
ভিডিওটি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে নতুন আলোচনা। ভক্তরা অভিনেত্রীর এই সুখবরের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছেন। তবে অভিনেত্রী নিজে এ বিষয়ে এখনও কোনও মন্তব্য করেননি বা নিশ্চিত করেননি।
২০২৩ সালের অগাস্ট মাসে ইলিয়ানা এবং তাঁর স্বামী মাইকেল ডোলানের জীবনে আসে তাঁদের প্রথম সন্তান। ছেলের নাম কোয়া। এরপর ২০২৪ সালে ছেলের প্রথম জন্মদিনও উদযাপন করেন তাঁরা। প্রথমবার মা হওয়ার খবর সামনে আসার সময় ইলিয়ানা অনেককেই চমকে দিয়েছিলেন। তখন তাঁর স্বামী মাইকেলের ব্যাপারে কেউই কিছু জানতেন না। পরবর্তীতে ইলিয়ানা নিজেই তাঁর স্বামীর পরিচয় প্রকাশ্যে আনেন। তাই নেটিজেনরা এখন ইলিয়ানার পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা শোনার অপেক্ষায় রয়েছেন।