ইব্রাহিম জানান, জন্মের ঠিক পরেই জন্ডিসে আক্রান্ত হন তিনি। তাঁর কথায়, "এতটাই খারাপ অবস্থা হয় যে, জন্ডিসের প্রভাব আমার মস্তিষ্কে পর্যন্ত পৌঁছে যায়। শ্রবণ ক্ষমতা প্রায় হারিয়ে যায়।"
ইব্রাহিম আলি খান
শেষ আপডেট: 12 May 2025 20:27
দ্য ওয়াল ব্যুরো: মাস কয়েক আগেই বলিউডে ডেবিউ হয়েছিল সইফ আলি খান ও অমৃতা সিংয়ের ছেলে ইব্রাহিম আলি খানের। যদিও তাঁর সেই ছবি বক্সঅফিসে সাফল্য পায়নি। তবু আগামী দিনে ইব্রাহিম যে হতে পারেন বলিউডের অন্যতম সুপারস্টার, সে আভাস মিলেছে তাঁর ডেবিউ ছবিতেই। তবে জানেন কি, জন্মের সময়েই ইব্রাহিমের সঙ্গেই ঘটে যায় অঘটন। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই ঘটনার কথাই শেয়ার করেছেন তিনি।
ইব্রাহিম জানান, জন্মের ঠিক পরেই জন্ডিসে আক্রান্ত হন তিনি। তাঁর কথায়, "এতটাই খারাপ অবস্থা হয় যে, জন্ডিসের প্রভাব আমার মস্তিষ্কে পর্যন্ত পৌঁছে যায়। শ্রবণ ক্ষমতা প্রায় হারিয়ে যায়। যার প্রভাব আমার কথা বলার উপরেও পরে।" নিজের বাকশক্তি উন্নত করতে পরবর্তীতে অনেক পরিশ্রম করতে হয়েছে ইব্রাহিমকে। তাঁর কথায়, "এখনও ঠিক হয়নি। এখনও এই নিয়ে পরিশ্রম করে চলেছি আমি।"
কথা বলায় সমস্যা থাকলেও বাবা-মা তাঁকে ইংল্যান্ডের বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেন। সেখানে গিয়েও সমস্যা। ভারতীয় বলে পড়তে হয় নানা সমস্যার মুখে। যদিও পরবর্তীতে অনেকটাই মানিয়ে নিয়েছিলেন তিনি। ইব্রাহিমের কথায়, "সেখানে গিয়ে নানা ধরনের খেলাধুলোর সঙ্গে যুক্ত হয়েছি। অনেক নতুন বন্ধু হয়েছে। অনেক কিছু শিখেছি।"
বড়লোকের ছেলে বলে যাতে খোঁটা না শুনতে হয় তা নিয়েও যথেষ্ট সাবধানী ছিলেন ইব্রাহিম। তাঁর কথায়, "অন্য দেশে যখন মাত্র ১৪ বছর বয়সে নিজে নিজে সব কিছু করতে হয়, তখন তা মোটেও সহজ কাজ হয় না। যদিও এই কাজ দক্ষতার সঙ্গে করতে পারার ফলেই তা আমার চরিত্রগঠনে সহায়ক হয়েছে।"