Date : 20th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ভিডিও, ছবি মাত্র ৪৫ দিন সংরক্ষণ করবে কমিশন! অনিয়ম আড়ালের চেষ্টা, মনে করছে বিরোধীরাইরান-ইজরায়েল যুদ্ধে আমেরিকা হস্তক্ষেপ করবে? সপ্তাহ দুয়েকের মধ্যে সিদ্ধান্ত নেবেন ট্রাম্পঅসুস্থ হয়ে পড়লেন অনশনরত দৃষ্টিহীন শিক্ষক, তড়িঘড়ি ভর্তি করা হল আরজি কর হাসপাতালেজ্বালানি কম, বিপদ এড়াতে গুয়াহাটি-চেন্নাই ইন্ডিগো বিমান ঘুরে গিয়ে নামল বেঙ্গালুরুতেএসএসসির চাকরিহারা শিক্ষাকর্মীরা রাজ্যের দেওয়া ভাতা কি পাবেন? শুক্রবার জানাবে হাইকোর্টইরানের পর ইজরায়েল থেকেও ভারতীয়দের ফেরাতে তৎপর নয়াদিল্লি, চলছে 'অপারেশন সিন্ধু'মোদী-ম্যাক্রঁর ঠাট্টা, উপহার গেল ডোকরা নন্দী, জি৭ সম্মেলনে আলোচনার বাইরেও অন্য মুহূর্তকালীগঞ্জের ভোটে মধ্যাঙ্গুলি প্রদর্শনের অভিযোগ বিজেপি প্রার্থীর বিরুদ্ধেচুপিসারে ইরানকে সাহায্য করছে চিন? তিনটি রহস্যময় ‘ডার্ক ফ্লাইট’ ঘিরে উঠছে প্রশ্নউচ্চপদে কর্মরতা স্ত্রী, ইগো সমস্যার জেরেই কি নববধূকে 'খুন'? হাওড়ায় শোরগোল
Ibrahim Ali Khan

জন্মের সময়েই ভয়াবহ কাণ্ড! হারিয়ে ফেলেন শ্রবণশক্তি, আজও কথা বলতে সমস্যা হয় ইব্রাহিমের

ইব্রাহিম জানান, জন্মের ঠিক পরেই জন্ডিসে আক্রান্ত হন তিনি। তাঁর কথায়, "এতটাই খারাপ অবস্থা হয় যে, জন্ডিসের প্রভাব আমার মস্তিষ্কে পর্যন্ত পৌঁছে যায়। শ্রবণ ক্ষমতা প্রায় হারিয়ে যায়।" 

জন্মের সময়েই ভয়াবহ কাণ্ড! হারিয়ে ফেলেন শ্রবণশক্তি, আজও কথা বলতে সমস্যা হয় ইব্রাহিমের

ইব্রাহিম আলি খান

শেষ আপডেট: 12 May 2025 20:27

দ্য ওয়াল ব্যুরো: মাস কয়েক আগেই বলিউডে ডেবিউ হয়েছিল সইফ আলি খান ও অমৃতা সিংয়ের ছেলে ইব্রাহিম আলি খানের। যদিও তাঁর সেই ছবি বক্সঅফিসে সাফল্য পায়নি। তবু আগামী দিনে ইব্রাহিম যে হতে পারেন বলিউডের অন্যতম সুপারস্টার, সে আভাস মিলেছে তাঁর ডেবিউ ছবিতেই। তবে জানেন কি, জন্মের সময়েই ইব্রাহিমের সঙ্গেই ঘটে যায় অঘটন। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই ঘটনার কথাই শেয়ার করেছেন তিনি।

ইব্রাহিম জানান, জন্মের ঠিক পরেই জন্ডিসে আক্রান্ত হন তিনি। তাঁর কথায়, "এতটাই খারাপ অবস্থা হয় যে, জন্ডিসের প্রভাব আমার মস্তিষ্কে পর্যন্ত পৌঁছে যায়। শ্রবণ ক্ষমতা প্রায় হারিয়ে যায়। যার প্রভাব আমার কথা বলার উপরেও পরে।" নিজের বাকশক্তি উন্নত করতে পরবর্তীতে অনেক পরিশ্রম করতে হয়েছে ইব্রাহিমকে। তাঁর কথায়, "এখনও ঠিক হয়নি। এখনও এই নিয়ে পরিশ্রম করে চলেছি আমি।"

কথা বলায় সমস্যা থাকলেও বাবা-মা তাঁকে ইংল্যান্ডের বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেন। সেখানে গিয়েও সমস্যা। ভারতীয় বলে পড়তে হয় নানা সমস্যার মুখে। যদিও পরবর্তীতে অনেকটাই মানিয়ে নিয়েছিলেন তিনি। ইব্রাহিমের কথায়, "সেখানে গিয়ে নানা ধরনের খেলাধুলোর সঙ্গে যুক্ত হয়েছি। অনেক নতুন বন্ধু হয়েছে। অনেক কিছু শিখেছি।"

বড়লোকের ছেলে বলে যাতে খোঁটা না শুনতে হয় তা নিয়েও যথেষ্ট সাবধানী ছিলেন ইব্রাহিম। তাঁর কথায়, "অন্য দেশে যখন মাত্র ১৪ বছর বয়সে নিজে নিজে সব কিছু করতে হয়, তখন তা মোটেও সহজ কাজ হয় না। যদিও এই কাজ দক্ষতার সঙ্গে করতে পারার ফলেই তা আমার চরিত্রগঠনে সহায়ক হয়েছে।"


ভিডিও স্টোরি