Date : 14th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
কলকাতায় আসার আগে নৈহাটিতে অনুব্রত, বড়মা-র মন্দিরে পুজো দিলেনদুয়ারে বর্ষা, ভ্যাপসা গরম থেকে মুক্তি সময়ের অপেক্ষা! কবে থেকে টানা বৃষ্টি? কী বলছে আলিপুর আমদাবাদের ভয়াবহ বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৭৪, সূত্র, এখনও নিখোঁজ স্থানীয় অনেকেইরান-ইজরায়েল যুদ্ধে আমেরিকাতেই চাপের মুখে ট্রাম্প, ‘নাক না গলানোর’ দাবি উঠলমহেশতলায় গন্ডগোল, সরানো হল রবীন্দ্রনগরের আইসিকে, পুলিশ বলছে রুটিন বদলিইরানের হামলার মুখে বাঙ্কারে আশ্রয় ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর, ত্রস্ত তেল আভিভ ঘাটালের মূল সমস্যা মেয়ে পালানো, বউ পালানো! কীভাবে রোখা যাবে- সচেতনতার 'পাঠ' নিলেন ওসিইজরায়েলি হামলা অব্যাহত, দেশে ফিরতে চান ইরানে পড়তে যাওয়া ভারতীয় ছাত্ররাউত্তরের রেলযাত্রীদের জন্য সুখবর! শনিবার পথচলা শুরু জলপাইগুড়ি-শিয়ালদহ হামসফর এক্সপ্রেসেরযুদ্ধ বলতে গেলে লেগেই গেল, বিস্ফোরণে জ্বলছে তেহরানের বিমানবন্দর, ইজরায়েলকে জবাব ইরানের
Ibrahim Ali Khan

'সম্পর্কে স্পেস দিই, সবেতে নাক গলাই না,' পলকের সঙ্গে ডেটিং জল্পনার মাঝে বললেন ইব্রাহিম

পলক তিওয়ারির সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন ইব্রাহিম আলি খান। জানালেন, প্রেমিক হিসেবে তিনি কেমন।

'সম্পর্কে স্পেস দিই, সবেতে নাক গলাই না,' পলকের সঙ্গে ডেটিং জল্পনার মাঝে বললেন ইব্রাহিম

পলক তিওয়ারি ও ইব্রাহিম আলি খান

শেষ আপডেট: 13 May 2025 19:01

দ্য ওয়াল ব্যুরো: ২০২৫ সালে 'নাদানিয়াঁ' ছবি দিয়ে বলিউডে পা রাখেন সইফ আলি খানের পুত্র ইব্রাহিম আলি খান। তাঁর বিপরীতে ছিলেন জাহ্নবী কাপুরের বোন খুশি কাপুর। যদিও এই দুই স্টারকিডকে নিয়ে তৈরি ছবিটি বক্স অফিসে তেমন সাড়া ফেলতে পারেনি। ইব্রাহিম, যিনি বরাবরই নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বেশি কিছু বলেন না, সম্প্রতি সম্পর্ক ও প্রেম নিয়ে খোলামেলা মন্তব্য করলেন।

'জিকিউ'-কে দেওয়া এক সাক্ষাৎকারে ইব্রাহিমের কাছে জানতে চাওয়া হয়, প্রেমিক হিসেবে তিনি কেমন? উত্তরে সইফ-পুত্র বলেন, “আমি খুব কেয়ারিং। আমি কারও সীমানা লঙ্ঘন করি না, অধিকার ফলাই না। খুব বেশি প্রশ্নও করি না। আমি যেমন নিজের জন্য জায়গা চাই, অন্যকেও সেই জায়গা দিই।”

সেই সাক্ষাৎকারেই ছিল একটি মজার সেগমেন্ট—‘Wrong Answers Only’। সেখানে ইব্রাহিমকে প্রশ্ন করা হয়, “তুমি কি সিঙ্গল?” প্রশ্ন শুনে প্রথমে হ্যাঁ বলেন ইব্রাহিম। তবে পরেই বুঝতে পারেন, তিনি ভুল উত্তর দিয়েছেন এবং সঙ্গে সঙ্গে বলেন, “না!” ইব্রাহিমের এই সাক্ষাৎকার ফের জল্পনা বাড়িয়ে দেয় তাঁর এবং পলক তিওয়ারির সম্পর্ক নিয়ে।

২০২২ সাল থেকেই ইব্রাহিম ও পলক তিওয়ারিকে একাধিক অনুষ্ঠানে একসঙ্গে দেখা গিয়েছে। ২০২৪ সালের নভেম্বরে জল্পনা আরও জোরাল হয়, যখন দু’জনেই নিজেদের সোশ্যাল মিডিয়ায় একটি রিসর্ট থেকে আলাদা আলাদা ছবি পোস্ট করেন—ইব্রাহিম ইনফিনিটি পুলে সাঁতার কাটছেন, আর পলক ভাসমান ব্রেকফাস্ট উপভোগ করছেন। পাশাপাশি, ‘দ্য ভূতনি’ সিনেমার প্রিমিয়ারে ইব্রাহিম উপস্থিত ছিলেন, যেখানে মুখ্য ভূমিকায় ছিলেন পলক। ওই ইভেন্টে ইব্রাহিমকে দেখা যায় পলকের ছোট ভাই রেয়াংশের সঙ্গেও।

সম্প্রতি 'ফিল্মফেয়ার'-কে দেওয়া এক সাক্ষাৎকারে অবশেষে সম্পর্কের গুঞ্জন নিয়ে মুখ খোলেন ইব্রাহিম। বলেন, “ও একজন ভাল বন্ধু। হ্যাঁ, খুব মিষ্টি। এটাই সব…” এর আগেও, ২০২৩ সালে সিদ্ধার্থ কাননের এক সাক্ষাৎকারে পলক এই গুঞ্জনকে অস্বীকার করে বলেছিলেন, “আমরা শুধু বাইরে গিয়েছিলাম, আর ক্যামেরাবন্দি হয়েছিলাম। ওটা সেখানেই শেষ।"
 


ভিডিও স্টোরি