শেষ আপডেট: 16th November 2024 15:50
দ্য ওয়াল ব্যুরো: বলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে, সইফপুত্র ইব্রাহিম খান ও শ্বেতা তিওয়ারি কন্যা পলক তিওয়ারি প্রেমের সম্পর্ক রয়েছে। তবে এই নিয়ে দু'জনের কাউকেই মুখ খুলতে দেখা যায়নি। মুম্বইয়ে এদের একসঙ্গে ঘুরেও বেড়াতে দেখা গিয়েছে। পাপারাৎজিদের ক্যামেরায় ধরা পড়েছেন তাঁরা। এ নিয়ে যতবারই ইব্রাহিমকে প্রশ্ন করা হয়েছে করা হয়েছে, তিনি ততবারই বলেছেন আমরা শুধুই ভাল বন্ধু।
কয়েকদিন আগেই একটি সাক্ষাৎকারে হাজির হয়েছিলেন পলক। সেখানে ইব্রাহিমকে নিয়ে প্রশ্ন করতেই, পালাক সঙ্গে সঙ্গে বলেন, 'উই আর জাস্ট ফ্রেন্ড’। নিটিজেনর মতে, এবার আর সেই প্রেম লুকোনো থাকল না। মুম্বাইয়ের অলিগলি ছেড়ে তাঁরা একে অপরের সঙ্গে সময় কাটাচ্ছেন মালদ্বীপে।
View this post on Instagram
সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ইনস্টাগ্রামে সেইসব ছবি নিজেই পোস্ট করেছেন ইব্রাহিম। নেটিজেনের প্রশ্ন একটাই, তবে কি এবার বন্ধুত্ব শেষমেষ এগলো প্রেমের দিকে? একসঙ্গে মালদ্বীপে ছুটি কাটাতে গিয়ে শেয়ার করলেন একাধিক ছবি।
শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, দিগন্ত বিস্তৃত জল। তারই মাঝে একে অপরের সঙ্গে সময় কাটাচ্ছেন তাঁরা। একেবারে একান্তে, যেখানে নেই কোনও পাপারাৎজি আর তাঁদের একাধিক প্রশ্ন। নির্জনে সেরে ফেলছেন ক্যান্ডেল লাইট ডিনারও।
View this post on Instagram
এটাই প্রথম নয়, এর আগেও ভাইরাল হয়েছিল ইব্রাহিম ও পলক একটি ভিডিও। তাতে দেখা গিয়েছিল, গাড়ির ভিতর বসে রয়েছেন সইফ ও পলক। তাদের পিছু নেন পাপারাৎজিরা। নিজের মনেই গল্প করছিলেন দু'জনে। ক্যামেরা দেখার মাত্রই সতর্ক হয়ে যান। মুখে উজ্জ্বল হাসি নিমেষেই ম্লান হয়ে যায়। তখন থেকেই শুরু হয়েছিল জল্পনা। সোশ্যাল মিডিয়া জুড়ে চলছিল একটাই প্রশ্ন, তবে কি দু'জনে সম্পর্ক রয়েছেন? মালদ্বীপ থেকে শেয়ার করা কিছুটা সেই প্রশ্নেরই উত্তর দিয়ে দিল বলে মনে করছেন নেটিজেনের একাংশ।