শেষ আপডেট: 16th March 2025 19:20
দ্য ওয়াল ব্যুরো: রেগে গেলেন সইফ আলি খানের বড় ছেলে ইব্রাহিম আলি খান। যা নয় তাই ভাষায় ক্ষোভ উগরে দিলেন চিত্র সমালোচকের উপর। সম্প্রতি একটি স্ক্রিনশট ভাইরাল হয়েছে (স্ক্রিনশটটির সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল)। সেই চিত্র সমালোচকের দাবি অনুযায়ী তা আদপে ইব্রাহিম ও তাঁর কথোপকথন! কী লেখা আছে তাতে?
জানিয়ে রাখা যাক, সেই চিত্রসমালোচকের নাম তামুর ইকবাল। তিনি আদপে পাকিস্তানের বাসিন্দা। সম্প্রতি মুক্তি পেয়েছে ইব্রাহিম ও খুশি কাপুরের ছবি 'নাদানিয়া'। সেই ছবিরই সমালোচনা করেছিলেন তামুর। সেখানে ইব্রাহিম নাক নিয়েও কিছু মন্তব্য করেন তিনি। দাবি করেন সইফ আলি খানের ছেলে 'নোজ জব' অর্থাৎ নাক টিকালো করার জন্য বিশেষ ধরনের অস্ত্রোপচার করিয়েছেন।
এরই পরিপ্রেক্ষিতে ইব্রাহিমের ভেরিফায়েড ইনস্টা হ্যান্ডেল থেকে সেই ব্যক্তিকে লেখা হয়, "তামুর আর তৈমুর-- এই দুই নামের মধ্যে বিশেষ পার্থক্য নেই। আমার ভাই ও তোমার নাম এক। তবে কী আলাদা বল তো? তোমার মুখ। আবর্জনার মতো কুৎসিত তুমি। যেহেতু নিজের বক্তব্য তুমি নিজের কাছে রাখতে পারো না, তুমি তোমার বক্তব্যের মতোই অপ্রয়োজনীয়। কদাকার মলের মতো তোমার চেহারা। তোমার পরিবারের জন্য খারাপ লাগে। যদি কোনওদিন রাস্তায় দেখি, তুমি যা না কুৎসিত তার চেয়েও বেশি খারাপ করে ছেড়ে দেব।" তবে চুপ করে থাকেননি সেই চিত্র সমালোচকও।
পাল্টা উত্তর দিয়ে তিনি লেখেন, "এই ছেলেটাকেই তো ছবিতে দেখতে চেয়েছিলাম। নোজ জব কমেন্টকি করে আমি ঠিক করিনি। তোমার বাবার আমি বড় ভক্ত। ওকে এভাবে ছোট করো না।" সেই স্ক্রিনশটটি যদিও আর ব্যক্তিগত রাখেননি সেই ব্যক্তি। সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন।
এই কথোপকথনের পরেই নেটিজেনরা দুই ভাগে বিভক্ত। কেউ লিখছেন, "জঘন্য অভিনয়।" তবে অনেকেই বলছেন, ইব্রাহিম যা করেছেন তা একেবারেই ঠিক। ছবি নিয়ে সমালোচনা করলে ঠিক আছে। কিন্তু তাই বলে শরীর নিয়ে কেন মন্তব্য করা হবে? প্রসঙ্গত 'নাদানিয়া' ছবিটি এই মুহূর্তে এক ওটিটি প্ল্যাটফর্মে স্ট্রিম করছে। যদিও ছবিটি মুক্তির পরেই তাঁদের অভিনয় ক্ষমতা নিয়ে উঠছে নানা কথা । অনেকেই বলছেন, 'খুশি ও ইব্রাহিম দু'জনেই দেখতে সুন্দর। কিন্তু অভিনয় থেকে তাঁদের অবস্থান অনেকটাই দূরে।"