শেষ আপডেট: 5th November 2024 19:20
দ্য ওয়াল ব্যুরো: মুক্তি পেল অভিষেক বচ্চনের নতুন ছবি ‘আই ওয়ান্ট টু টক’-এর প্রথম ঝলক। তবে অভিষেককে একেবারে নতুন অবতারে দেখা যাবে এই ছবিতে। কখনও তাঁর ভুঁড়িওয়ালা চেহারা আবার কখনও তাঁর মুণ্ডিতমস্তক। লুক থেকে চোখ ফেরানো দায়। ট্রেলারের শুরুতেই তিনি বলেছেন, 'যাঁদের এত দিন দুঃখ দিয়েছি, তাঁদের কাছে এ বার ক্ষমা চাইতে হবে।' অভিষেক কোনও বাঙালি চরিত্রে অভিনয় করেছেন তা ট্রেলার দেখেই বোঝা যাচ্ছে। যদিও অভিষেককে বাঙালি চরিত্রে দেখে খুশি অনুরাগীদের একাংশ।
‘আই ওয়ান্ট টু টক’-এর ট্রেলার দেখলেই বোঝা যাচ্ছে, তিনি কোনও দুরারোগ্য রোগে আক্রান্ত। নেটিজেরদের অনুমান, ছবিতে অভিষেক ক্যানসারে আক্রান্ত হয়ে থাকতে পারেন। সুজিত সরকারের আসন্ন ছবিতে মৃত্যশয্যায় থাকা অর্জুনের চরিত্রে দেখা মিলবে অভিষেকের। ঝলকে দেখা যাচ্ছে, চিকিৎসকের পরামর্শে থেরাপি করাচ্ছেন অভিষেক। তিনি কথা বলার চেষ্টা করছেন। জীবন সংগ্রাম ও বাবা-মেয়ের সম্পর্কের জটিলতা নিয়ে এগিয়েছে ছবির গল্প।
ট্রেলার দেখলেই বোঝা যায়, ছবিটিতে অভিষেক সিঙ্গল পেরেন্সের ভূমিকায় অভিনয় করছেন। চিকিৎসার জন্য মেয়ের সঙ্গে বিদেশে থাকে সে। রোগের কারণে মাঝেমধ্যেই তাকে হাসপাতালে যেতে হয়। ট্রেলারের শেষে দেখা যাচ্ছে, এক বিদেশি মহিলার অর্জুনকে প্রশ্ন করে, ‘তুমি যখন তোমার জীবন ফিরে পাবে, তখন তুমি কী করবে, অর্জুন?’ তার একটাই জবাব, ‘আমি কথা বলতে চাই…’।
অভিনেতা ক্ষমা চাইতে চান সেই সব মানুষের কাছে যাঁদের কষ্ট দিয়েছেন। ট্রেলার মুক্তি পেতেই এই ছবির সঙ্গে সুজিতের ‘অক্টোবর’ ছবিটিরও তুলনা টেনেছেন অনেকেই। তবে নেটিজেনদের মতে, পরিচালক যে প্রত্যেক বার নতুন কিছু উপহার দেবেন, তা তাঁরা জানেন।
ছবিটি ২২ নভেম্বর বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। অভিষেক ছাড়াও ছবিতে অভিনয় করেছেন পার্ল মানে, জনি লিভার, জয়ন্ত কৃপালানি ও ক্রিস্টিন গডার্ড। জীবন সংগ্রাম ও বাবা-মেয়ের সম্পর্কের জটিলতার এই গল্প মুক্তির পরে দর্শকদের মন জিততে পারে কিনা, এখন সেটাই দেখার।