শেষ আপডেট: 14th April 2025 16:47
দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি মুম্বইয়ে অনুষ্ঠিত হয় এক জমকালো চ্যারিটি কস্টিউম পার্টি। হাজির ছিলেন বলিউডের একঝাঁক তারকা। তবে পার্টির সবচেয়ে বেশি আলোচনায় আসা যে মুহূর্তটি ঘটল, তা অভিনেতা ইরফান খানের ছেলে বাবিল খান ও হুমা কুরেশিকে ঘিরে। তাঁদের দুজনের মধ্যে এক বিব্রতকর কথোপকথন ধরা পড়ে ক্যামেরায়, যা ভিডিওর মাধ্যমে ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়।
ভিডিওতে কী দেখা গেল?
পার্টিশেষে পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হন হুমা ও বাবিল। দু’জন যখন একসঙ্গে পোজ দিচ্ছিলেন, ঠিক তখনই বাবিল অভিযোগের সুরে বলেন, ‘ও আমার ফোনও তোলেনি’, হুমা তখন পরিস্থিতি এড়িয়ে যাওয়ার চেষ্টা করে হেসে বলেন, ‘পরে আমরা কথা বলব, কেমন?’ কিন্তু বাবিল ফের জিজ্ঞাসা করেন, ‘ও কি আমার উপর রেগে রয়েছে?’ এতে স্পষ্টতই বিরক্ত হুমা বলেন, ‘আমার এ বিষয়ে কোনও ধারণা নেই, সরি’ এরপর বাবিল চলে যান।
কিন্তু এখানেই শেষ নয়! হুমা এরপর তাঁর এক বন্ধুর সঙ্গে পোজ দিচ্ছিলেন, তখন মাইক্রোফোনে ধরা পড়ে তাঁর ফিসফিস করে বলা কথা—‘আমি ওই ছেলেটাকে একটা চড় মারতে চাই!’
এই ভিডিও প্রকাশ্যে আসতেই ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। একজন Reddit ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করে লেখেন, ‘এই কথোপকথন এতটাই অস্বস্তিকর ছিল, যেন হুমা বাবিলের থেকে পালিয়ে বাঁচতে চাইছিলেন।’ অনেকেই জানতে চেয়েছেন, হুমা ও বাবিল কার কথা বলছিলেন? একজন লিখেছেন, “কে ফোন তোলেনি?’ আরেকজন মন্তব্য করেছেন, ‘ও কি আমার উপর রেগে রয়েছে? এটা কী হচ্ছে! কেউ বলুন তো, এই অনুষ্ঠানটি কীসের ছিল?’
This conversation between Huma and Babil is so painfully awkward to watch—by the end, it looked like she wanted to run as far away from him as possible ????
byu/Hell_holder11 inBollyBlindsNGossip
কে কে ছিলেন এই রাত পার্টিতে?
ওয়ামিকা গাব্বি, তনিশা মুখার্জি, সুস্মিতা সেনসহ আরও অনেকে। জমজমাট ফ্যাশন ও ফটোশুটের মাঝে হঠাৎ এই বিব্রতকর মুহূর্ত দর্শকদের কৌতূহলের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে।
কাজের দিক থেকে কে কী করছেন?
হুমা কুরেশিকে শীঘ্রই দেখা যাবে বহু প্রতীক্ষিত কোর্টরুম ড্রামা ‘জলি এল এল বি-থ্রি’-তে। যেখানে রয়েছেন অক্ষয় কুমার ও অারশাদ ওয়ারসি। পাশাপাশি, তাঁর হাতে রয়েছে ‘টক্সিক’(দক্ষিণী সুপারস্টার যশ-এর সঙ্গে), ভিপুল গোয়েলের ‘গুলাবি’, এবং ইনভেস্টিগেটিভ ড্রামা ‘বয়ান’। এছাড়াও ‘মহারানি’ সিরিজের চতুর্থ সিজনও রয়েছে অপেক্ষায়।
অন্যদিকে আগামীতে বাবিল খানকে দেখা যাবে, ‘লগ আউট’ থ্রিলার মিস্ট্রিতে। পরিচালনা করেছেন অমিত গোলানি এবং লিখেছেন বিশ্বপতি সরকার। ছবিতে রয়েছেন রসিকা দুগ্গলও। এটি জি ফাইভ-এ মুক্তি পাবে ১৮ এপ্রিল। এই ভিডিও দেখার পর অনেকেই প্রশ্ন করছেন—বাস্তবে কী ঘটেছে হুমা ও বাবিলের মাঝে? নাকি শুধুই একটি ভুল বোঝাবুঝি? সময়ই বলবে!