শেষ আপডেট: 6th November 2024 09:07
দ্য ওয়াল ব্যুরো: ২০২১ সালের মে মাসে আচমকাই মাকে হারান অরিজিৎ সিং। মা অদিতি সিংয়ের খুবই কাছের ছিলেন তিনি। ছেলেকে ছেড়ে তিনি একদমই থাকতে পারতেন না। অরিজিৎও ঠিক তাই। সে কারণেই সব কিছু ভুলে মুর্শিদাবাদের ছোট্ট জিয়াগঞ্জ তাঁর ধ্যানজ্ঞান। মঙ্গলবার রাতে আচমকাই এক্স হ্যান্ডেলে পোস্ট করে শোরগোল ফেলে দিয়েছেন জনপ্রিয় এই সঙ্গীতশিল্পী।
আরজি কর ঘটনার পর থেকে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় সাধারণ মানুষ থেকে শুরু করে তারকারা। যে সব তারকা এই ঘটনার পর থেকে সরব হয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম হলেন অরিজিৎ সিং। ১৭ অগস্ট গায়ক তাঁর এক্স হ্যান্ডেলে জানান, ৭ দিনের মধ্যে কিছু না হলে রাস্তায় নামবেন তিনি। যদিও সেই সময় বেশ ধোঁয়াশা তৈরি হয় অ্যাকাউন্টটি আদৌ অরিজিতের কি না, তা নিয়ে।
এরপর ১৯ অগস্ট কলকাতায় আরজি কর কাণ্ডের প্রতিবাদে সঙ্গীতশিল্পীদের যে প্রতিবাদ মিছিল ছিল, সেখানেই অরিজিতের করা মন্তব্যে রূপম ইসলাম সমর্থন জানাতেই যেন পরিষ্কার হয়ে যায় সবটা। ফলত এখন অনেকেই জেনে গিয়েছেন, ‘আত্মজোয়ারজলজ’ নামক এক্স অ্যাকাউন্টটি গায়কের। এ বার সেই অ্যাকাউন্ট থেকে ছড়িয়ে পড়েছে গায়কের এমন বার্তা। কী বলেছেন অরিজিৎ?
ঠিক কী লিখেছেন তিনি?
মঙ্গলবার রাতে আচমকাই অরিজিৎ এক্স হ্যান্ডেলে লেখেন, ‘আমি তাঁকে সবসময় দু্ঃখ দিয়েছি। সবসময় কাঁদিয়েছি। আমাকে নিয়ে গর্ব বা উন্মাদনা করার মতো কিছু নেই। আমি একজন দানব।’
তিনি মনে করিয়ে দেন, মায়ের দমবন্ধ পরিস্থিতির জন্য তিনিই একমাত্র দায়ী। অরিজিৎ বলেন, ‘আমি একজন অত্যন্ত খারাপ ছেলে ছিলাম, সবসময় তাই থাকব। আমি কখনওই মাকে সুখী করতে পারিনি। হ্যাঁ এটাই আমি, এটাই সত্যি।’
এরপরই তিনি লেখেন, ‘আমি জানি এটা আমি কখনও শিখতে পারব না। তবে আপনারা পারবেন। আমি খারাপ এটা সত্যি। আমি সহানুভূতি চাই না।’
মায়ের উদ্দেশে এমন পোস্ট করতেই শুরু হয়েছে গুঞ্জন। নেটিজেনরা মনে করছেন আচমকা কী হল? এত রাতে কেন মাকে নিয়ে পোস্ট করলেন তিনি? নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে?