Latest News

ভক্তেরা ‘ভাই’ ডাকে, মনে হয়, পুরো দেশটা আমার পরিবার, বললেন সলমন

দ্য ওয়াল ব্যুরো: জন্মদিনের আগের রাতে খামারবাড়িতে তাঁর সাপের ছোবল (snakebite) খাওয়ার খবরে উদ্বেগ ছড়িয়েছিল দেশে। তিনি যে বলিউডের (bollywood) এত বড় সুপারস্টার (superstar)! সোমবার ৫৬ তম জন্মদিন পালন করে দেশবাসীর ভালবাসা, উদ্বেগ, উত্কণ্ঠার উত্তরে সলমন খান বললেন, ভক্তদের ‘ভাই’ (bhai) বা ‘ভাইজান’ সম্বোধনে তাঁর মনে হয়, সারা দেশ তাঁকে কত ভালবাসে। যেন তিনি সবার পরিবারের (family)একজন।

১৯৮৯ এ বিবি হো তো অ্যায়সি দিয়ে শুরু করে তিন দশকের বেশি বলিউড দাপিয়ে বেড়াচ্ছেন তিনি। অসংখ্য হিট ছবি উপহার দিয়েছেন ভক্তদের। ম্যায়নে পেয়ার কিয়া, হাম আপকে হ্যায় কওন, হাম দিল দে চুকে সনম, তেরে নাম, মুঝসে শাদি করোগে, ওয়ান্টেড, দাবাং, বজরঙ্গী ভাইজান, সুলতান—কেরিয়ারে একের পর এক ছবি বক্স অফিসে সাফল্য এনে দিয়েছে। ২০১৮য় ফর্বস ম্যাগাজিনের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ১০০ সেলেব্রিটি বিনোদনকারীদের তালিকায় সবচেয়ে বেশি অর্থ পাওয়া ভারতীয়। ইনস্টাগ্রাম, ট্যুইটারে ফলোয়ার সংখ্যা যথাক্রমে ৪৮.১ মিলিয়ন ও ৪৩.৪ মিলিয়ন। এত ভালবাসা পেয়েছেন যে আপ্লুত সুপারস্টার বলেন, আমি কৃতজ্ঞ, সারা দেশে এত ভক্তের ভালবাসা,  সম্মানকে সত্যিই  খুব মূল্য দিই। আর সবচেয়ে ভাল লাগে ফ্যানদের মুখে ভাই ডাকটা শুনতে। সলমন বলেন, ওরা যখন আমায় ভাই বা ভাইজান বলে ডাকে, অসাধারণ অনুভূতি হয়। মনে হয়, পুরো দেশটাই আমার পরিবার। সেই অনুভূতিটা উপভোগ  করি। সে কে, কোন জাত, ধর্ম, সম্প্রদায়ের মাথায় রাখি না। ওরা আমায় ভাই ডাকে, আমি শুনতে ভালবাসি।

এবার কবে সলমনকে টাইগার ৩, কবি ঈদ কভি দিওয়ালি, বজরঙ্গী ভাইজান ২-এ  দেখা যাবে, সেই অপেক্ষায় আছেন তাঁর অসংখ্যা ভক্ত।

 

You might also like