শেষ আপডেট: 3rd December 2024 14:58
দ্য ওয়াল ব্যুরো: অভিনয় জীবন থেকে অবসর নিচ্ছেন না বিক্রান্ত মাসে (Vikrant Massey)। ২৪ ঘণ্টার মধ্যে ভোলবদল করলেন অভিনেতা। সোমবার জীবনের প্রথম ইনিংসেই অভিনয় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে দিনভর জলঘোলার পর মঙ্গলবার পুরো ডিগবাজি খেয়ে মাসে জানিয়ে দিলেন, তাঁর বক্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে।
মাত্র একদিন আগে সোমবার ভক্তদের অবাক করে দিয়ে অভিনয় জীবন থেকে বিক্রান্তের সন্ন্যাস নেওয়ার খবর চাউর হয়েছিল। সেই খবরের উৎসও ছিলেন খোদ অভিনেতা নিজে। কিন্তু, মাত্র ২৪ ঘণ্টার মধ্যে তাঁর আগের অবস্থান থেকে সরে এসে মঙ্গলবার সাফ জানিয়ে দিলেন যে, তিনি যা বলতে চেয়েছিলেন তার ভুল ব্যাখ্যা করা হয়েছে। আসলে তিনি চিরকালের মতো সরে যাচ্ছেন না। দীর্ঘদিনের বিশ্রামে যাওয়ার কথা বলতে চেয়েছিলেন।
একটি সংবাদমাধ্যমের কাছে বিক্রান্ত তাঁর অবসর নিয়ে মুখ খোলেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, অভিনয় দুনিয়া থেকে অবসরের কোনও ইচ্ছা তাঁর নেই। আপাতত সবে মাত্র বাবা হওয়ায় বেশ কিছুদিন পরিবারের দিকে নজর দিতে চান তিনি। ওই সাক্ষাৎকারে বিক্রান্তের কথায়, আমি অবসর নিচ্ছি না। কেবলমাত্র সরে দাঁড়াচ্ছি। আমার একটি দীর্ঘ অবসর চাই। কিন্তু এটাকেই সকলে ভুল বুঝেছে।
সোমবারই তাঁর অবসর জল্পনার মধ্যে বিকেলে সংসদের বালযোগী অডিটোরিয়ামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অন্য ক্যাবিনেট মন্ত্রীদের সঙ্গে বসে সবরমতী রিপোর্ট সিনেমাটি দেখেন বিক্রান্ত। এই ছবিতে তিনি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন। যদিও সিনেমা দেখে বেরনোর সময় তাঁর অবসর নিয়ে কোনও কথা বলেননি তিনি। তখন তিনি সহ অভিনেতা রাশি খান্নার সঙ্গে হল ছেড়ে বেরিয়ে যান।