শেষ আপডেট: 23rd December 2024 20:14
দ্য ওয়াল ব্যুরো: হায়দরাবাদের একটি থিয়েটারে পুষ্পা-২ সিনেমার প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে এক মহিলার মৃত্যুর ঘটনায় জনরোষের মুখে পড়েছেন আল্লু অর্জুন। তাঁকে গ্রেফতার করা হয়েছিল, তবে তিনি জামিন পান। এদিকে সম্প্রতি তাঁর বাড়িতেও হামলা চালায় কয়েকজন প্রতিবাদী। কিন্তু আল্লু অর্জুন পুলিশি মামলা থেকে স্বস্তি পেতে পারেন। কারণ তাঁর বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করতে প্রস্তুত মৃত মহিলার স্বামী।
যে মর্মান্তিক ঘটনা ঘটেছে তাতে আল্লু অর্জুনের কোনও দোষ নেই! এমনই মন্তব্য করে তাঁর বিরুদ্ধে অভিযোগ তুলে নিতে চান মৃত মহিলার স্বামী ভাস্কর মাগুদামপল্লি। এক সংবাদমাধ্যমে তিনি জানিয়েছেন, ঘটনার জন্য কেউ দোষী নয়। তাঁদের ভাগ্যের দোষ। এই ঘটনায় আল্লুর তো কোনও দোষী নেই। এমনিতেই তাঁর গ্রেফতারি নিয়ে নাকি তাঁদের অনেকে দোষ দিচ্ছেন। তাই আর লড়াই করার শক্তি তাঁদের মধ্যে।
৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে 'পুষ্পা ২'-এর প্রিমিয়ারে আল্লু অর্জুন পৌঁছানোর পরই বিশৃঙ্খলা সৃষ্টি হয়, যার ফলে পদদলিত হয়ে এক মহিলার মৃত্যু এবং তাঁর ছেলে গুরুতর আহত হন। ভাস্কর জানিয়েছেন, তাঁদের নয় বছরের সন্তান সাই তেজ গত ২০ দিন ধরে কোমায় রয়েছে। কিন্তু কতদিন ধরে চিকিৎসা চলবে, কতদিনে সে ঠিক হবে তা এখনই কেউ বলতে পারছেন না। এদিকে ভাস্কর এও জানিয়েছেন, মেয়েকে তাঁর মায়ের ব্যাপারে জানাননি তাঁরা। সে গ্রামে আছে, গোটা ঘটনা সম্পর্কে কিছুই জানে না।
এই দুঃখজনক ঘটনার পর রবিবার আল্লু অর্জুনের বাড়িতে হামলা চালায় ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের জয়েন্ট অ্যাকশন কমিটির বেশ কয়েকজন সদস্য। দাবি করেছেন, ওই মহিলার পরিবারের জন্য এক কোটি টাকার আর্থিক সহায়তা দিতে হবে। এই দাবি নিয়ে তাঁরা আল্লুর বাড়িতে আক্রমণ করেন। তবে ইতিমধ্যে হাসপাতালে তেজকে দেখতে এসে ভাস্করের হাতে ৫০ লক্ষ টাকার চেক তুলে দিয়েছেন ‘পুষ্পা ২’ ছবির প্রয়োজক।