শেষ আপডেট: 18th February 2025 23:38
দ্য ওয়াল ব্যুরো: বলিউডের ‘গ্রিক গড’ হৃতিক রোশন সবসময়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন, তবে এবার আলোচনায় তাঁর ছেলে হৃদান। সম্প্রতি এক ইভেন্টে হৃদানকে তাঁর বাবা হৃতিকের সঙ্গে দেখা গিয়েছিল, আর তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ছবি ও ভিডিও। নেটিজেনদের মতে, হৃদান পুরোপুরি হৃতিকের জেরক্স কপি।
হৃদান এবং হৃতিক উপস্থিত ছিলেন ‘দ্য রোশনস’ ডকুমেন্টারি সিরিজের সাফল্য উদযাপন অনুষ্ঠানে। পরিবারের সদস্যদের সঙ্গে ছবি তোলার সময় কয়েকটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, যা নিয়ে শুরু হয় চর্চা। কিছু ব্যবহারকারী কমেন্ট করেছেন, 'ছেলে তো পুরোপুরি বাবার কপি!' আবার কেউ লিখেছেন, 'হৃদানকে দেখে মনে হচ্ছে, খুব শীঘ্রই বলিউডে পা রাখতে চলেছে।'
View this post on Instagram
হৃতিক এই অনুষ্ঠানে কালো ডেনিম জ্যাকেট ও ট্রাউজার পরেছিলেন। পার্টিতে হৃতিকের পরিবার ছাড়াও রেখা, অনুপম খের, জ্যাকি শ্রফ, টাইগার শ্রফ, আমিশা প্যাটেল ও বাণী কাপুরসহ আরও অনেক সেলিব্রিটি উপস্থিত ছিলেন।
হৃতিক এবং সুজান খান ২০০০ সালে বিয়ে করেন এবং তাদের দুই ছেলে রেহান ও হৃদান। কিন্তু ২০১৪ সালে তাদের বিচ্ছেদ হয়। তবে বিচ্ছেদের পর হৃতিক তার সম্পর্ক নতুন করে শুরু করেন সাবা আজাদের সঙ্গে, আর সাবা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই সম্পর্কও নজর কাড়ে নেটিজেনদের।
এদিকে, সুজানও তার জীবনে নতুন সম্পর্ক গড়েছেন, বর্তমানে তিনি টিভি অভিনেতা আরসালান গোনির সঙ্গে সম্পর্কে রয়েছেন। হৃতিক আগামীতে ‘ওয়ার ২’ ছবিতে সুপারস্পাই কবীর চরিত্রে অভিনয় করবেন, যা সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ২০১৯ সালের ব্লকবাস্টার ‘ওয়ার’-এর সিক্যুয়েল।