শেষ আপডেট: 12th April 2025 16:01
দ্য ওয়াল ব্যুরো: বলিউডের গ্রিক গড। হৃতিক রোশন। সম্প্রতি এক অনুষ্ঠানে এমন এক মন্তব্য করেছেন, যা মুহূর্তেই ইন্টারনেটে ভাইরাল সঞ্চালনায় ছিলেন সঙ্গীতশিল্পী ও অভিনেত্রী সোফি চৌধুরি। ২৫ বছরের বর্ণাঢ্য কেরিয়ারের সবচেয়ে কঠিন চরিত্র সম্পর্কে প্রশ্ন করা হলে, উপস্থিত দর্শকরা একসঙ্গে চিৎকার করে বলেন— 'গুজারিশ'। ২০১০ সালের এই ছবিতে হৃতিক এক কোয়াড্রিপ্লেজিক জাদুকরের চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন।
হৃতিক (Hrithik Roshan) হাসিমুখে দর্শকদের ভালবাসাকে স্বীকৃতি দিলেও, নিজের উত্তর দিয়ে সবাইকে চমকে দেন। মজার ছলে তিনি বলেন,"আমি শুনতে পাচ্ছি সবাই বলছে গুজারিশ। হ্যাঁ, সেটা কঠিন ছিল, কিন্তু আমার মতে আমার সবচেয়ে কঠিন চরিত্র ছিল প্রেম... ম্যায় প্রেম কি দিওয়ানি হুঁ ছবিতে!"
এই কথা বলতেই হাসিতে ফেটে পড়ে গোটা অডিয়েন্স। মুহূর্তটি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। সোফির সঞ্চালনায় আয়োজিত এই তারকাখচিত ইভেন্টটি ছিল হৃতিকের বলিউড সফরকে উদযাপন করার জন্য। যখন আলোচনা গড়ায় তাঁর কেরিয়ারের সেরা মূহূর্তগুলোর দিকে, তখনই আসে সেই প্রশ্ন— সবচেয়ে চ্যালেঞ্জিং চরিত্র কোনটি?
"The toughest character I ever played is in Guzaarish, coz the character was so so different from me" - #HrithikRoshan ???????? pic.twitter.com/6PTEYSgeBX
— A???? (@KakotyAnkita) April 11, 2025
প্রেক্ষাপটে বলে রাখা ভালো, ‘ম্যায় প্রেম কি দিওয়ানি হুঁ’ মুক্তি পেয়েছিল ২০০৩ সালে। ছবিটি হৃতিক (Hrithik Roshan), করিনা কাপুর ও অভিষেক বচ্চনের অভিনয় সত্ত্বেও দর্শক-সমালোচক, কারও মন জয় করতে পারেনি। ছবির পরিচালক সুরজ বরজাতিয়া কিছুদিন আগেই এক সাক্ষাৎকারে বলেন, ‘আমি তখন অন্যদের খুশি করার জন্য সবকিছু করছিলাম। নিজেকে হারিয়ে ফেলেছিলাম। আমি তখন আমি ছিলাম না।’ তাঁর কথায় ফুটে ওঠে সেই সময়কার অপরাধবোধ— ছবির অভিনেতাদের প্রতি, যাঁরা নিজেদের সর্বোচ্চটা দিয়েছিলেন।
হৃতিকের এই মজাদার কিন্তু আন্তরিক উক্তি একদিকে যেমন হাসির খোরাক জুগিয়েছে, অন্যদিকে আলোচনায় এনেছে একজন অভিনেতার অন্তরালের লড়াই— এমনকি সেসব সিনেমায়ও, যা সাফল্যের মুখ দেখেনি। এক কথায়, হৃতিকের এই ক্যানডিড স্বীকারোক্তি আবারও প্রমাণ করলো, তিনি শুধু স্টার নন— এক নিখাদ এন্টারটেনার!