শেষ আপডেট: 11th April 2025 12:08
দ্য ওয়াল ব্যুরো: বলিউডের জনপ্রিয় অভিনেতা হৃতিক রোশনের সাম্প্রতিক নিউ ইয়র্ক সফর ঘিরে উত্তেজনায় অনুরাগীরা। কারণ, সেখানে তিনি দেখা করেছেন তাঁর ‘কৃষ’ সিরিজের সহ-অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও তাঁর স্বামী, গায়ক ও অভিনেতা নিক জোনাসের সঙ্গে। শুধু দেখা করাই নয়, হৃতিক গিয়েছিলেন নিকের অভিনীত ব্রডওয়ে শো 'The Last Five Years' দেখতে। এই সাক্ষাৎকার ও পারস্পরিক প্রশংসা ঘিরে জল্পনা তৈরি হয়েছে। তবে কি প্রিয়াঙ্কাকে ‘কৃষ ৪’-এ দেখা যাবে?
সম্প্রতি আমেরিকায় এক ফ্যান ইভেন্টে হৃতিক জানান, নিউ ইয়র্কে প্রিয়াঙ্কা ও নিকের সঙ্গে সময় কাটানোর অভিজ্ঞতা খুবই আনন্দদায়ক ছিল। তিনি বলেন, “গতকাল রাতে আমি নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে ছিলাম... ওর ব্রডওয়ে শো দেখতে গিয়েছিলাম, যা অসাধারণ। ওর পারফরম্যান্স একেবারেই দুর্দান্ত। শোটার নাম 'The Last Five Years', যদি এখনও না দেখে থাকো। আমরা আড্ডা দিচ্ছিলাম, তখন নিক বলল ও আসলে নিউ জার্সির ছেলে।”
#HrithikRoshan says he met #PriyankaChopra and #NickJonas yesterday night ♥️ https://t.co/3rc9lRpgsT pic.twitter.com/Bs9cvNElqW
— ✨️ (@daalchaawal_) April 11, 2025
এই মুহূর্তটির একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়, যেখানে হৃতিককে নিকের প্রশংসা করতে দেখা যাচ্ছে। এই সাক্ষাৎকার সামনে আসতেই, অনুরাগীদের কৌতূহল আরও বেড়ে গেছে। সোশ্যাল মিডিয়ার মন্তব্য বিভাগে কেউ লিখছেন, “প্রিয়াঙ্কা কি 'কৃষ ৪'-এ থাকছেন?”
আবার কেউ জিজ্ঞেস করছেন, “হৃতিক আর প্রিয়াঙ্কা একসঙ্গে আবার?” অনেকে আবার প্রীতি জিনটার নাম জড়িয়ে স্বপ্ন দেখাচ্ছেন আরও বড় কিছু: “আমি সত্যিই চাই 'কৃষ ৪'-এর খবরটা সত্যি হোক… ভাবো তো হৃতিক, প্রিয়াঙ্কা আর প্রীতি একসঙ্গে!” তবে এখনও পর্যন্ত এই সাক্ষাৎকে ঘিরে কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। তবু অনুরাগীরা তাঁদের আশা করছেন হয়তো এর পরেই আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যাবে।