শেষ আপডেট: 14th January 2025 15:31
দ্য ওয়াল ব্যুরো: তাঁর প্রথম এবং ব্লকবাস্টার ছবি 'কহো না পেয়ার হ্যায়' ২৫তম বার্ষিকী উপলক্ষে গত ১০ জানুয়ারি ফের সিনেমা হলে মুক্তি পেল। এবং ১০ই জানুয়ারি ছিল তাঁর জন্মদিনও। জন্মদিনের আগের দিন অর্থাৎ ৯ জানুয়ারি, ছবির এক বিশেষ প্রদর্শনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন হৃতিক সঙ্গে তাঁর ভক্তকূল।
মুম্বইয়ের এক মাল্টিপ্লেক্সে ছবি প্রদর্শনীর ঠিক আগে, হৃতিক রোশন বেশ মজার ছলেই বলেন, ‘আমি ছবির ২৫তম বর্ষ উদযাপন করতে আসিনি। আমার মনে হয়, যে কেউ আর ছবিটি দেখবে না কারণ যখন তখন গোপন কিছু বেরিয়ে আসতে পারে, এমনকি ২৫ বছর পরেও! আমি তোমাদের জন্য এখানে এসেছি। আমি তোমাদের এবং তোমাদের ভালোবাসা সেলিব্রেট করতে এসেছি।’
অনুষ্ঠানের উপস্থাপক জিজ্ঞাসা করেন যে, এটা কি সত্যি যে তিনি তার প্রথম ছবির জন্য প্রস্তুত ছিলেন না?
হৃতিক বলেন, ‘আমি কখনওই কোনও কিছুর জন্য প্রস্তুত থাকি না! আমায় পরিশ্রম করতে হয়। বাবা (রাকেশ রোশন) যখন আমার সঙ্গে এই ছবিটি করবেন বলে মনস্থির করলেন, তখন আমার কাছে একটা ধাক্কা ছিল। তিনি এমনভাবে ছবির গল্প নিয়ে আলোচনা করছিলেন মনে হচ্ছিল, তা কোনও স্টারের জন্যই ছিল। আমি তাই ধরে নিয়েছিলাম নয়, শাহরুখ কিংবা সলমন অথবা আমির খান। গল্প শোনার ঠিক মাঝামাঝি এক সময়ে, আমি বলতে শুরু করি যে ‘বাবা, এই গল্প স্টারদের সঙ্গে যায় না। তাঁদের কেরিয়ারের শুরুতেই তাঁদের এমন ছবি করতে আমি দেখেছি’। তিনি উত্তর দিলেন, ‘চুপ করো, আমি তোমায় নিয়ে এই ছবি করছি’! তাই, এটা আমার কাছে এক রকমের বড়সড় ধাক্কা ছিল।”
হৃতিক আরও বলেন, ‘আমি চুপচাপ আমার ঘরে চলে যাই। আমি বুঝতে পারছিলাম না কী করব। বাবা আমার পিছনে এসে জিজ্ঞেস করে ‘কী হয়েছে?’। আমি বললাম, ‘কিচ্ছু না’। তিনি বললেন, ‘চার মাসের মধ্যে তৈরি হও’। তারপর বললেন, ঠিক আছে। ৬ মাস’! এভাবেই শুরু হয়েছিল।”
এরপর উপস্থাপক হৃতিক এবং ভক্তদের সঙ্গে 'দিস অর দ্যাট' খেলাটি শুরু করেন। হৃতিক অভিনীত বিভিন্ন ছবির নাম উল্লেখ হয়। যখন তিনি জিজ্ঞেস করেন, 'ধুম ২ নাকি ‘ওয়ার’, দর্শকরা দ্বিধাবিভক্ত হয়ে পড়েন। হৃতিক রোশনই দিলেন, উত্তর ‘এটা কঠিন কারণ ওয়ার-২ আসছে। আমি এখন বড় ডান্স নম্বরের জন্য প্রস্তুতি নিচ্ছি। আমি আশা করি আমার পা জীবিত থাকবে! তাই, ‘ওয়ার’কেই বেছে নেওয়া যাক কারণ আমাকে সেই ডান্স নম্বরের জন্য প্রস্তুতি নিতে হবে।"
২০২৪ সালের এপ্রিলে প্রথম প্রকাশ্যে আসে, হৃত্বিক রোশন এবং জুনিয়র এনটিআর (Hrithik Roshan, Junior NTR, N. T. Rama Rao Jr.) একসঙ্গে এক ডান্স নম্বরে নাচবেন। ‘ওয়ার-২’র মিউজিক করছেন প্রীতম চক্রবর্তী। বোঝাই যাচ্ছে গানে-নাচে ভরপুর বিনোদনের জোগান দিতে প্রস্তুত হচ্ছে ‘ওয়ার-২’।