Date : 16th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
সাইপ্রাস সফরে মোদীর উপহার: ফার্স্ট লেডির জন্য রুপোর পার্স, প্রেসিডেন্টকে কাশ্মীরি গালিচাজানোয়ারের খাবার, 'অখাদ্য বিরিয়ানি' স্পাইস জেটের কর্মীকে খেতে বাধ্য করলেন ক্ষুব্ধ যাত্রীরাইজরায়েলের ছায়াযুদ্ধ: কীভাবে কাজ করে তাদের গোয়েন্দা সাম্রাজ্যপ্রেমে নাকি ভাঙন! মুম্বইয়ের রাস্তায় কার হাতের ছবি দিয়ে ভালবাসার উদযাপন দেবের? Digha Jagannath Temple: মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরই দিঘার হোটেল নিয়ে পুলিশের বড় পদক্ষেপউজ্জ্বল, দাগমুক্ত ত্বকের গোপন রহস্য বিটরুটের আইস কিউব! ভাইরাল এই দাবি কি সত্যি?মিঠুনের প্রথম স্ত্রীও ছিলেন অভিনেত্রী, চার মাসের বিয়ে থেকে পেয়েছিলেন চার দশকের যন্ত্রণাবাড়িতে একা থাকলেই ‘রবীন্দ্রনাথ’ হয়ে যেতাম: প্রিয়াংশু পুজোর থিম অপারেশন সিঁদুরবাংলার দুয়ারে ঘূর্ণাবর্ত! বড় আপডেট শোনাল আলিপুর
Hrithik Roshan's #ThankYouFighter trend

'থ্যাংকইউ ফাইটার' বাস্তব জীবনে বিমান বাহিনীর সঙ্গে দেখা ফাইটারের তারকাদের 

সিনেমার ট্রেলার রিলিজের পর পরই ছবির নির্মাতারা সোশ্যাল মিডিয়ায় শুরু করেন #থ্যাংকইউফাইটার ক্যাম্পেন।

'থ্যাংকইউ ফাইটার' বাস্তব জীবনে বিমান বাহিনীর সঙ্গে দেখা ফাইটারের তারকাদের 

শেষ আপডেট: 23 January 2024 12:52

দ্য ওয়াল ব্যুরো: আগামী শুক্রবার ২৫ জানুয়ারি মুক্তি পেতে চলেছে হৃতিক রোশান অভিনীত 'ফাইটার'। তার আগে জোর কদমে চলছে প্রচার। মুক্তির আগে উঠে আসছে নানান খবর। কখনও শোনা যাচ্ছে দীপিকাকে সোশ্যাল মিডিয়ায় আনফলো করেছেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ। আবার কেউ বলছেন দীপিকা পরিচালকের ওপর রাগ করে আসতে চাইছেন না ছবির প্রচারে।


তবে সব কথাকেই উড়িয়ে দিয়েছেন পরিচালক। সত্যিটা স্বীকার করেছেন অকপটে। জানিয়েছেন,  দীপিকার ছবির প্রচারে না আসাটাও প্রচারেরই অঙ্গ। এরপর থেকে অভিনেত্রীকে দেখা যাবে সব প্রোমোশনেই। এছাড়াও সিনেমায় বেশ কয়েক জায়গায় সেন্সর বোর্ডের কাঁচি চলেছে বলেও শোনা যাচ্ছে। শাহরুখ খানের 'পাঠান' সিনেমায় বেশরম রঙে দীপিকা পাড়ুকোনের গেরুয়া পোশাকের জন্য অনেক সমালোচনা হয়। এবার 'ফাইটার'-এ 'ইশক জ্যয়সা কুছ' গান নিয়েও আলোচনা তুঙ্গে। 


‘ফাইটার’ ছবির চারটি দৃশ্য কাটছাঁট করতে বলেছে সেন্সর বোর্ড। এ ছবিটিতে দীপিকা ও হৃতিকের অন্তরঙ্গ কয়েকটি দৃশ্য বাদ দিতে বলা হয়েছে। তবে পরে ওটিটিতে মুক্তি পেলে সেই সিনগুলো হয়তো দেখা যাবে। সেই সঙ্গে বিভিন্ন ভাষায় ধূমপান-বিরোধী বার্তা দিতে বলেছে সেন্সর বোর্ড।

সিনেমার ট্রেলার রিলিজের পর পরই ছবির নির্মাতারা সোশ্যাল মিডিয়ায় শুরু করেন #থ্যাংকইউফাইটার ক্যাম্পেন। এই ক্যাম্পেনের মাধ্যমে অভিনেতারা বাস্তব জীবনের ফাইটারদের সঙ্গে দেখা করবেন। তাই হৃতিক ও অনিল কাপুর এবার গেলেন পুণেতে বিমান বাহিনীর সদস্যদের সঙ্গে দেখা করতে। সেখানে বাহিনীর অফিসারদের সঙ্গে ছবিও তুললেন। হৃতিককে দেখা গেল এয়ারক্র্যাফটের পাশে দাঁড়িয়ে ছবি তুলতে। এছাড়াও ওখানে পড়াশোনা করছে এমন ছেলেমেয়েদের সঙ্গে ছবি তুললেন। সেই ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। 


সিনেমার প্রচারের খাতিরেই #থ্যাংকইউফাইটার শুরু করেন ফাইটার টিম। তাঁরা চান সারা দেশ থেকে এমন মানুষেরা যোগাযোগ করুক, যারা দেশের জন্য নিজেদের প্রাণ দিতেও দুবার ভাবেন না।
হৃতিক রোশান ছাড়াও ফাইটারের অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন দীপিকা পাডুকোন, অনিল কাপুর, করণ সিং গ্রোভার প্রমুখ। সিনেমাটির ট্রেলার ইতিমধ্যেই নেটদুনিয়ায় তোলপাড় শুরু করেছে। এই প্রথম হৃতিক ও দীপিকাকে একই সঙ্গে বড় পর্দায় দেখা যাবে। তাই এই সিনেমাটির জন্য সবাই অপেক্ষায় রয়েছেন।


ভিডিও স্টোরি