শেষ আপডেট: 23 January 2024 12:52
দ্য ওয়াল ব্যুরো: আগামী শুক্রবার ২৫ জানুয়ারি মুক্তি পেতে চলেছে হৃতিক রোশান অভিনীত 'ফাইটার'। তার আগে জোর কদমে চলছে প্রচার। মুক্তির আগে উঠে আসছে নানান খবর। কখনও শোনা যাচ্ছে দীপিকাকে সোশ্যাল মিডিয়ায় আনফলো করেছেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ। আবার কেউ বলছেন দীপিকা পরিচালকের ওপর রাগ করে আসতে চাইছেন না ছবির প্রচারে।
তবে সব কথাকেই উড়িয়ে দিয়েছেন পরিচালক। সত্যিটা স্বীকার করেছেন অকপটে। জানিয়েছেন, দীপিকার ছবির প্রচারে না আসাটাও প্রচারেরই অঙ্গ। এরপর থেকে অভিনেত্রীকে দেখা যাবে সব প্রোমোশনেই। এছাড়াও সিনেমায় বেশ কয়েক জায়গায় সেন্সর বোর্ডের কাঁচি চলেছে বলেও শোনা যাচ্ছে। শাহরুখ খানের 'পাঠান' সিনেমায় বেশরম রঙে দীপিকা পাড়ুকোনের গেরুয়া পোশাকের জন্য অনেক সমালোচনা হয়। এবার 'ফাইটার'-এ 'ইশক জ্যয়সা কুছ' গান নিয়েও আলোচনা তুঙ্গে।
‘ফাইটার’ ছবির চারটি দৃশ্য কাটছাঁট করতে বলেছে সেন্সর বোর্ড। এ ছবিটিতে দীপিকা ও হৃতিকের অন্তরঙ্গ কয়েকটি দৃশ্য বাদ দিতে বলা হয়েছে। তবে পরে ওটিটিতে মুক্তি পেলে সেই সিনগুলো হয়তো দেখা যাবে। সেই সঙ্গে বিভিন্ন ভাষায় ধূমপান-বিরোধী বার্তা দিতে বলেছে সেন্সর বোর্ড।
সিনেমার ট্রেলার রিলিজের পর পরই ছবির নির্মাতারা সোশ্যাল মিডিয়ায় শুরু করেন #থ্যাংকইউফাইটার ক্যাম্পেন। এই ক্যাম্পেনের মাধ্যমে অভিনেতারা বাস্তব জীবনের ফাইটারদের সঙ্গে দেখা করবেন। তাই হৃতিক ও অনিল কাপুর এবার গেলেন পুণেতে বিমান বাহিনীর সদস্যদের সঙ্গে দেখা করতে। সেখানে বাহিনীর অফিসারদের সঙ্গে ছবিও তুললেন। হৃতিককে দেখা গেল এয়ারক্র্যাফটের পাশে দাঁড়িয়ে ছবি তুলতে। এছাড়াও ওখানে পড়াশোনা করছে এমন ছেলেমেয়েদের সঙ্গে ছবি তুললেন। সেই ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
View this post on Instagram
সিনেমার প্রচারের খাতিরেই #থ্যাংকইউফাইটার শুরু করেন ফাইটার টিম। তাঁরা চান সারা দেশ থেকে এমন মানুষেরা যোগাযোগ করুক, যারা দেশের জন্য নিজেদের প্রাণ দিতেও দুবার ভাবেন না।
হৃতিক রোশান ছাড়াও ফাইটারের অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন দীপিকা পাডুকোন, অনিল কাপুর, করণ সিং গ্রোভার প্রমুখ। সিনেমাটির ট্রেলার ইতিমধ্যেই নেটদুনিয়ায় তোলপাড় শুরু করেছে। এই প্রথম হৃতিক ও দীপিকাকে একই সঙ্গে বড় পর্দায় দেখা যাবে। তাই এই সিনেমাটির জন্য সবাই অপেক্ষায় রয়েছেন।