শেষ আপডেট: 20 January 2024 12:06
দ্য ওয়াল ব্যুরো: প্রজাতন্ত্র দিবসে ছুটিই ছুটি! এইদিন অনেকের অনেক ধরণের পরিকল্পনা। কেউ চলে যাচ্ছে ছুটি কাটাতে পাহাড়ে, কেউ আবার এইদিনও কাজে ব্যস্ত। কেমন কাটছে টলিউডের প্রজাতন্ত্র দিবস?
ডোনা ভৌমিক
টুম্পা অটোওয়ালির শুটিং চাপের মাঝেও এদিকওদিক ঘুরেফিরে বেড়ান সবার প্রিয় টুম্পা। প্রজাতন্ত্র দিবসের দিন কী প্ল্যান জেনে নিন, '২৬শে জানুয়ারি শুটিং বন্ধ। তাই ভেবেছি আমরা চারজন বন্ধু মিলে পিকনিক করতে যাব। কোথায় যাব ঠিক করিনি, তবে যাব নিশ্চয়ই। আর তার আগের দিন আছে কালার্স বাংলার টুম্পা অটোওয়ালির তরফের পিকনিক। তাই পরপর দুদিনই আমি বেশ আনন্দেই কাটাব'।
View this post on Instagram
অর্পণ ঘোষাল
সম্প্রতি ক্লিকে 'রাজা রানি রোমিও' সিরিজে অভিনয় করে সবার মন জিতেছেন অভিনেতা অর্পণ ঘোষাল। এই বিশেষ দিনে উনি কী করছেন, 'ছোট থেকেই প্রজাতন্ত্র দিবসের শুরু হয় সকালে দূরদর্শন ন্যাশনালে অনুষ্ঠান দেখে। তারপর আমি আমার স্বাভাবিক দৈনন্দিন রুটিনেই এগোব। তবে ওইদিন যেহেতু কাজের চাপ কম, এইবার তাই ইচ্ছা আছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের " পথের দাবী" উপন্যাস অবলম্বনে নির্মিত, উত্তম কুমার অভিনীত "সব্যসাচী" সিনেমাটি দেখার।'
View this post on Instagram
সুদিপ্তা রায়
কালার্স বাংলায় 'ফেরারি মন'-এর শুটিং-এর মাঝে একদিন ছুটি। কী করবেন 'তুলসি?' 'এইদিনটা প্রতি বছরের মতই একরকম ভাবে কাটাব। প্রথমে সকালে পাড়ায় যাব পতাকা উত্তোলন করব সবাই মিলে। এটা আমি প্রতি বছরই করি। কিছু গরীব বাচ্চাদেরকে খেলনা, জামাকাপড় ইত্যাদি দেবো আমি আর আমার কিছু বন্ধু মিলে। তারপর বিকেলে ঘুরতে বেরব, সঙ্গে খাওয়াদাওয়া, শপিং তো মাস্ট। ব্যাস তারপর বাড়ি!'
View this post on Instagram
অনুজয় চট্টোপাধ্যায়
ছুটির দিনেও ছুটি নেই ওনার। 'সকাল থেকে আটকে থাকব। এইদিন আমাদের শো আছে'। এমনই জানালেন তিনি। সম্প্রতি ব্রাত্য বসুর 'হুব্বা' সিনেমায় অভিনয় করতে দেখা যায়। থিয়েটার, রেডিও, সিরিজ, সিনেমা সবেতেই অনুজয় সবার মন কাড়ছে।
View this post on Instagram