শেষ আপডেট: 13th January 2025 18:53
দ্য ওয়াল ব্যুরো: ২০০২ সালে বলিউডের বক্স অফিসে উঠেছিল ঝড়। কারণ একটাই, মুক্তি পেয়েছিল সঞ্জয়লীলা ভনসালি পরিচালিত ছবি দেবদাস। এই ছবিতে দেবদাস মুখোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করেছিলেন বলিউড বাদশা শাহরুখ খান। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস দেবদাস অতীতেও পর্দায় ফুটে উঠেছিল।
শাহরুখ-ঐশ্বর্যা-মাধুরীর যে সমীকরণ পর্দায় দেখিয়েছিলেন পরিচালক, তা কালজয়ী হয়ে থেকে গিয়েছে দর্শক মহলে। কিং খান’ হয়ে ওঠার পথটা মোটেই সহজ ছিল না শাহরুখের। চড়াই-উতারাই ভরা বন্ধুর ছিল সেই যাত্রাপথ। সেই কঠিন পথই এবার সবার সামনে বললেন জনপ্রিয় পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ানে।
সম্প্রতি, শাহরুখের এক অজনা তথ্য এই প্রথমবার ফাঁস করলেন তিনি, যা জেনে অভিনয়ের প্রতি শাহরুখের বোধ, জ্ঞান যে কতটা তীক্ষ্ণ তা নতুন করে টের পাওয়া যায়। শাহরুখ, যিনি দেবদাসের মতো ছবিতে নিজের সবটা উজার করে দিয়েছিলেন। তাঁর অভিনয়ের প্রশংসায় ভরে গিয়েছিল গোটা বলিউড। জানেন কী এই চরিত্রর জন্য তাঁকে কী করতে হয়েছিল?
আজ অর্থাৎ ১৩ জানুয়ারি জনপ্রিয় পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ানের যাত্রা শুরু হয়েছিল সহকারী পরিচালক হিসেবে, সঞ্জয় লীলা ভন্সালীর 'দেবদাস' এবং 'হম দিল দে চুকে সনম' ছবির সেটে। সম্প্রতি তিনি 'দেবদাস' ছবির শুটিংয়ের সময়কার একটি মজার ঘটনা শেয়ার করেছেন। তিনি বলেন, 'দেবদাস'-এর ক্লাইম্যাক্স দৃশ্যের শুটিং চলছিল। দৃশ্যে শাহরুখের চরিত্র মারা যায়, আর ঐশ্বর্যা তাঁর কাছে ছুটে আসে। শাহরুখ তখন গাছের নিচে শুয়ে ছিলেন।'
বিক্রমাদিত্য বলেন, 'শুটিং চলাকালীন হঠাৎ শাহরুখ এক সহকারীকে বললেন, ‘আমাকে একটু মধু এনে দিতে পারবে?’ আমরা অবাক হয়ে গেলেও মধু এনে দিলাম। তখন তিনি মধু মুখে মাখলেন। মাছি যেন মুখে বসে, সেটাই তিনি চাইছিলেন। তাঁর মতে, মৃত্যুপথযাত্রী মানুষের মুখে এমনটাই হয়। এটা তাঁর একেবারে নিজস্ব ভাবনা ছিল। সেটা দেখে শুটিং সেটে থাকা সবাই হতবাক হয়ে গেলাম।'