শেষ আপডেট: 7th March 2025 19:56
দ্য ওয়াল ব্যুরো: বেশ কিছুদিন ধরেই ঐশ্বর্যা রাই বচ্চন ও অভিষেক বচ্চনের বৈবাহিক জীবনের সমীকরণ নিয়ে নানা জল্পনা চলছে। বিচ্ছেদের গুঞ্জন ঘিরে নেট দুনিয়ায় একের পর এক ভাইরাল ভিডিও ও ছবি যেন সেই জল্পনাকে আরও উসকে দিচ্ছে। তবে এই জুটিকে একাধিকবার একসঙ্গে দেখা গিয়েছে বিভিন্ন অনুষ্ঠানে। কখনও আম্বানি পরিবারের আয়োজনে, কখনও বা ঘরোয়া আড্ডায় তাঁদের সুসম্পর্কের ছবি সামনে এসেছে।
তা সত্ত্বেও তাঁদের ব্যক্তিগত জীবনের প্রকৃত সমীকরণ নিয়ে কৌতূহলের শেষ নেই। এমনই এক সময় এক সাক্ষাৎকারে জনপ্রিয় পরিচালক করণ জোহর কাজলকে প্রশ্ন করেন, ঐশ্বর্যা ও অভিষেকের বৈবাহিক জীবন টিকিয়ে রাখার জন্য কী পরামর্শ দেবেন তিনি। বিন্দুমাত্র সময় নষ্ট না করে কাজল রসিকতা করে বলেন, ‘কাভি আলবিদা না কহেনা’ ছবিটি যেন তাঁরা না দেখেন!
শাহরুখ খান ও অভিষেক বচ্চন অভিনীত এই ছবিটি মুক্তির পর বেশ আলোড়ন তুলেছিল। করণ জোহরের পরিচালনায় এই ছবির সাহসী গল্প নিয়ে তখন নানা বিতর্ক ও প্রশংসা চলেছিল। এদিকে, ঐশ্বর্যা ও অভিষেকের সম্পর্ক ভাঙনের খবর ঘিরে যতই গুঞ্জন ছড়াক না কেন, এ বিষয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি দু’জনের কেউই।
ফলে বচ্চন পরিবারের অন্দরমহলের প্রকৃত পরিস্থিতি এখনও রহস্যেই ঢাকা। তবে ইদানিং তারকা দম্পতিকে একসঙ্গে সময় কাটাতে দেখা যাচ্ছে। কখনও তাঁরা একসঙ্গে তাঁদের মেয়ে আরাধ্যার স্কুলের অনুষ্ঠানে যাচ্ছেন, আবার কখনও পার্টতে। ফলে গুজব যতই ছড়াক নেটপাড়ায়, তাঁদের সম্পর্ক যে একেবারে ফিকে হয়ে যায়নি, এমনটা বলাই যায়।