শেষ আপডেট: 21st April 2023 12:25
দ্য ওয়াল ব্যুরো: গানের মধ্যে নারীদের প্রতি অবমাননাকর শব্দপ্রয়োগ নিয়ে দিনকয়েক আগেই বিতর্কে জড়িয়েছিলেন সঙ্গীতশিল্পী হানি সিং (Honey Singh)। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই নতুন বিতর্কে জড়িয়ে পড়লেন তিনি। বৃহস্পতিবার সন্ধেয় মুম্বইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সের পুলিশ স্টেশনে র্যাপারের বিরুদ্ধে অপহরণ (kidnap) ও নির্যাতনের অভিযোগ দায়ের হয়েছে।
জানা গিয়েছে, হানি সিং ও তাঁর এক সহযোগীর বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। পুলিশের কাছে জানানো হয়েছে যে, এক ইভেন্ট কোম্পানির ম্যানেজারের উপর নির্যাতন চালিয়েছেন হানি ও তাঁর সহযোগী। এরপর তাঁকে অপহরণ করা হয়। গান নিয়ে বিতর্কে নিজের মতামত জানিয়েছিলেন সঙ্গীতশিল্পী। এবার অপহরণ ও নির্যাতনের প্রসঙ্গে মুখ খুললেন তিনি।
জানা গিয়েছে, ওই ইভেন্ট ম্যানেজারের নাম বিবেক রমণ। তাঁর অভিযোগ, হানির সঙ্গে টাকাপয়সার লেনদেন সংক্রান্ত বিবাদের কারণে গত ১৫ এপ্রিল তাঁর আয়োজিত অনুষ্ঠান বাতিল করে দেন। এরপরই হানি ও তাঁর সহযোগীরা বিবেককে অপহরণ করে নির্যাতন চালান। এবার এই মর্মেই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন বিবেক রমণ।
সেই অভিযোগের ভিত্তিতে তদন্তও শুরু করেছে পুলিশ। ঘটনার কথা জানাজানি হতেই হানি লেখেন, ‘‘রমণের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। ওঁর কোম্পানির সঙ্গে আমার কোনওদিনই অনুষ্ঠানের কথা হয়নি। ওই ব্যক্তি আমার চরিত্রহননের জন্য এমন অভিযোগ করছেন। আমার টিম ইতিমধ্যেই ওই ব্যক্তির বিরুদ্ধে মানহানির মামলা দায়েরের প্রক্রিয়া শুরু করেছে।
গানে নারীবিদ্বেষী কথা কেন? বিতর্কিত প্রশ্নের মুখে হানি সিং, জবাবে কী বললেন র্যাপার