শেষ আপডেট: 3rd May 2023 10:55
দ্য ওয়াল ব্যুরো: ধরুন আপনি সারাদিন কাজের পর বাড়ি এলেন। ল্যাপটপ, ফোন বা ডেস্কটপ খুলে দেখতে বসলেন আপনার প্রিয় নেটফ্লিক্স শো বা ডেইলি শো। কিন্তু অবাক হয়ে দেখলেন, নতুন এপিসোড নেই। চলছে পুরনোগুলোই। ঘুরিয়ে-ফিরিয়ে।
'ধরুন' আর নয়, সত্যিই এবার ঘটতে চলেছে এই ঘটনা। কারণ আপনাদের প্রিয় শো যারা 'লেখেন', এবারে ধর্মঘট ডেকেছেন তাঁরাই।
সোজা কথায়—"নো কনট্র্যাক্টস, নো কন্টেন্ট"। হলিউডের বিখ্যাত সব স্টুডিওর দুনিয়া-কাঁপানো চলচ্চিত্র, সিরিজ বা টক-শোর পিছনে আদতে থাকেন বহু বিখ্যাত-অখ্যাত লেখক, যারা রীতিমত মাথার ঘাম পায়ে ফেলে সেসবের প্লট ভাবেন, সেগুলো ছকে সাজান, তারপর সেই অনুযায়ী লেখেন। তাঁদের সংগঠন 'রাইটার্স গিল্ড অফ আমেরিকা' (Writers Guild of America)—যাদের সদস্যসংখ্যা সাড়ে ১১ হাজারেরও বেশি—দীর্ঘদিন ধরে বিভিন্ন দাবিদাওয়া নিয়ে সরব ছিল। যার মধ্যে মুখ্য ছিল পারিশ্রমিক বাড়ানো, শো পিছু বেশি লেখক, পেনশন এবং স্বাস্থ্যখাতে বরাদ্দ বৃদ্ধি, উন্নত কাজের পরিবেশ… ইত্যাদি।
তাঁদের অভিযোগ, স্ট্রিমিং প্ল্যাটফর্মের বাড়বাড়ন্তের জেরে কাজের চাপ অসহনীয় জায়গায় পৌঁছেছে, কিন্তু সেই তুলনায় লেখকরা যোগ্য পারিশ্রমিক পাচ্ছেন না।
প্রায় ছয় সপ্তাহ ধরে তাঁদের স্টুডিও ও প্রযোজকদের সংগঠন 'অ্যালায়েন্স অফ মোশন পিকচার্স অ্যান্ড টেলিভিশন প্রোডিউসারস' (Alliance of Motion Picture and Television Producers)-এর সঙ্গে দর কষাকষি চালিয়েছিল। কিন্তু সেসবই বিফলে গিয়েছে। রাইটার্স গিল্ডের প্রতিনিধিরা জানিয়েছেন, প্রযোজকদের তরফে যে উত্তর পাওয়া গিয়েছে, তা তাঁদের দাবিদাওয়ার পক্ষে যথেষ্ট নয়। তাঁদের দাবিগুলিতে প্রযোজকরা কর্ণপাতই করতে চাইছেন না। অতএব, গিল্ডের সদস্য লেখকরা ২ মে থেকেই পেন-খাতা-ল্যাপটপ সব তুলে রাখবেন।
এতেই মাথায় হাত পড়েছে তাবড় স্টুডিও থেকে সাধারণ দর্শক সকলের। রাতের 'ডেইলি শো' বা 'লেট নাইট শো'-এর নির্মাতারা ইতিমধ্যেই পুরনো এপিসোড ঘুরিয়ে-ফিরিয়ে চালাবেন জানিয়েছেন। নতুন নানা জমকালো সিরিজ বা সিনেমার প্রিমিয়ার ক্রমশ পিছনো হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, হলিউডের ইতিহাসে গত ১৫ বছরে এরকম দেখা যায়নি। শেষ যখন এরকম 'ধর্মঘট' হয়েছিল, ২০০৭-২০০৮ সালে, সেবার মাত্র ১০০ দিন লেখকরা কাজ বন্ধ রাখায় হলিউডের ক্ষতি হয়েছিল ২ বিলিয়ন মার্কিন ডলারের কাছাকাছি। এক-একদিনের ক্ষতিই ছিল প্রায় ২০ মিলিয়ন ডলারের। নজিরবিহীন সংকটে পড়েছিল ক্যালিফোর্নিয়ার অর্থনীতি।
মার্কিন অর্থনীতিতে ধর্মঘট বেনজির ঘটনা। 'ইউনিয়ন', 'স্ট্রাইক', 'পেন-ডাউন' ইত্যাদি শব্দবন্ধকে খুব সচেতনভাবে এড়িয়ে চলা হয়। যদিও রাইটার্স গিল্ড বিভিন্ন দাবিদাওয়া নিয়ে আগেও ধর্মঘটে গিয়েছে। বস্তুত, ২০০৮ সালের মন্দা-উত্তর মার্কিন বাজারের কঠোর পুঁজিবাদেও ধীরে ধীরে শ্রমিকরা অধিকার আদায় নিয়ে সচেতন হচ্ছে।
আমরা অবশ্য চট করে লেখকদের গুরুত্বটা বুঝতে পারি না। চোখের সামনে ভাসে কেবলই অভিনেতাদের জমকালো উপস্থিতি। কিন্তু এই ধর্মঘট বার্তাটা আমজনতার কাছেও পৌঁছবে, আশা করছেন গিল্ডের সদস্যরা।
‘পৃথিবীর ফুসফুসে’ বাসা বেঁধেছে গভীর অসুখ, ব্রাজিল সরকার যেন ধ্বংসের উৎসবে মেতেছে ৫ দশক ধরে