শেষ আপডেট: 12th March 2025 22:51
দ্য ওয়াল ব্যুরো: হোলি মানেই রং, হাসি আর আনন্দ। এই রঙিন উৎসব বলিউড সিনেমাতেও বারবার ধরা দিয়েছে। পরিবারের সঙ্গে বসে একসঙ্গে সিনেমা দেখার মজাই আলাদা। তাই হোলির উৎসবকে আরও রঙিন করতে দেখে নিতে পারেন কিছু জনপ্রিয় বলিউড সিনেমা, যা পাওয়া যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে।
১. মহব্বতেঁ (Amazon Prime Video)
শাহরুখ খান, ঐশ্বর্যা রাই বচ্চন ও অমিতাভ বচ্চন অভিনীত এই মিউজিক্যাল রোমান্টিক ড্রামা ছবিটি প্রেম ও বন্ধুত্বের গল্প বলে। 'সোনি সোনি' গানটি হোলির এক মজার সিকোয়েন্স, যা আপনাকে পুরনো দিনের স্মৃতিতে ফিরিয়ে নিয়ে যাবে।
২. বাগবান (JioHotstar, Amazon Prime Video)
অমিতাভ বচ্চন ও হেমা মালিনী অভিনীত এই পারিবারিক সিনেমাটি এখনও অনেকেরই প্রিয়। 'হোলি খেলে রঘুবীরা' গানের মাধ্যমে হোলির আনন্দ যেন পর্দা ছাপিয়ে বাইরে চলে আসে। পরিবারের একসঙ্গে সময় কাটানোর জন্য এই সিনেমাটি একদম পারফেক্ট।
৩. ইয়েহ জাওয়ানি হ্যায় দিওয়ানি (Netflix, Amazon Prime Video)
হোলি মানেই 'বলম পিচকারি' গান। রণবীর কাপুর, দীপিকা পাড়ুকোন, আদিত্য রায় কাপুর ও কালকি কোয়েচলিনের দারুণ রসায়ন ও বন্ধুত্বের মজা এই ছবিতে ধরা পড়েছে। বন্ধুদের সঙ্গে হোলির সেই আনন্দ মনে করিয়ে দেবে এই সিনেমা।
৪. গোলিয়োঁ কি রাসলীলা রাম-লীলা (JioHotstar)
সঞ্জয় লীলা ভংসালির এই বিখ্যাত রোমান্টিক ড্রামায় রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের রসায়ন নজর কেড়েছে। 'লাহু মুন্হ লাগ গয়া' গানে হোলির আবেগ ও প্রেম একসঙ্গে ধরা পড়েছে, যা উৎসবের মেজাজে বাড়তি আনন্দ দেবে।
৫. ২ স্টেটস (YouTube)
অর্জুন কাপুর ও আলিয়া ভাট অভিনীত এই রোমান্টিক কমেডি ছবির 'অফ হো' গানে দেখা যায় মজার হোলি সিকোয়েন্স। কলেজ ক্যাম্পাসে হোলির সেই উচ্ছ্বাস আপনাকে ফিরিয়ে নিয়ে যাবে নিজের ছাত্রজীবনের দিনগুলোতে।