শেষ আপডেট: 11th November 2024 14:42
দ্য ওয়াল ব্যুরো: হিনা খান বেশ কিছুদিন ধরেই ক্যানসারের বিরুদ্ধে তাঁর জীবনের লড়াই লড়ছেন। তিনি সোশ্যাল মিডিয়ায় প্রতি মুহূর্তে তার শরীরের বিভিন্ন আপডেট দিচ্ছেন। স্তন ক্যানসারের তৃতীয় পর্যায়ে রয়েছেন তিনি। কেমোথেরাপি চলছে তাঁর। মারণ রোগের সঙ্গে লড়াই করে আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসতে বদ্ধ-পরিকর হিনা। ক্যামেরার সামনে বসেই মাথা কামিয়েছিলেন তিনি।
কয়েকদিন আগে শেয়ার করা পোস্টে দেখা গিয়েছে ফ্যাকাসে চোখ। ভ্রু পল্লবের উপর কালো রঙের আবছা প্রলেপ। চোখের উপর আটকে রয়েছে একটি মাত্র পাতা। সেই দৃশ্য দেখে স্তব্ধ হয়ে গিয়েছিলেন তাঁর অনুরাগীরা। লড়াইটা যে এতটাও সহজ নয়, তা নানানভাবে বুঝিয়েছেন অভিনেত্রী।
এবার তাঁকে দেখা গেল খুশির মেজাজে। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন হিনা। তাতে দেখা যাচ্ছে মাথা ভর্তি চুল। ক্যানসারের কারণে আসল চুল সব পড়ে গিয়েছে। কিন্তু তাইবলে কি হেয়ার স্টাইল হবে না? হিনা পরচুলেই স্টাইলিং করছেন বিশেষজ্ঞ স্টাইলিস্টকে দিয়ে।
ভিডিওতে তিনি স্পষ্ট জানিয়েছেন, এই চুল যদিও তাঁর নিজের নয়। তবু তিনি নতুন করে বাঁচার সাহস পাচ্ছেন এই পরচুলের জন্য। তাছাড়া স্টাইলিস্টকে ধন্যবাদ জানিয়ে হিনা বলেন, 'নতুন কিছু করার চেষ্টা করছেন তার হেয়ার স্টাইলার এবং প্রত্যেকেরই করা উচিত নিজেকে ভাল রাখার জন্য।'
View this post on Instagram
চলতি বছরেই জুনের শুরুতে হিনা একটি ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে তাঁর ক্যানসার কথা প্রকাশ করেছিলেন। তাঁর পোস্টের লেখা ছিল, ‘আমাকে নিয়ে অনেক গুঞ্জন শোনা যাচ্ছে। আমি সমস্ত হিনাহোলিক এবং যাঁরা আমাকে ভালবাসেন এবং যত্ন করেন তাঁদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ খবর ভাগ করতে চাই। আমার স্টেজ থ্রী স্তন ক্যানসার ধরা পড়েছে। তবে আমি সুস্থ থাকতে চাই। আপনারা প্রার্থনা করবেন।’