শেষ আপডেট: 24th December 2022 13:03
দ্য ওয়াল ব্যুরো: বহুদিন ধরেই সিনেমাজগত থেকে দূরে রয়েছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)। গতবছর ভিকি কৌশলকে বিয়ের পর থেকে এখনও অবধি তাঁকে নতুন কোনও ছবিতে (Movie) অভিনয় করতে দেখা যায়নি। কিন্তু নিজের কেরিয়ারে ক্যাটরিনা এমন কিছু ছবির অফার ছেড়েছেন, যা শুনে অবাক হতে হয়। নামগুলো শুনে নেটিজেনরা বলছেন, 'বড় লস করেছেন অভিনেত্রী। সিনেমাগুলো হিট হওয়ার পর নিশ্চয়ই হাত কামড়েছেন ক্যাটরিনা।'
এই সিনেমাগুলোর তালিকায় রয়েছে 'বরফি' (Barfi), 'চেন্নাই এক্সপ্রেস' (Chennai Express)। যেখানে ক্যাটরিনার বদলে অভিনয় করে বাজিমাত করেছেন ইলিয়ানা ডি ক্রুজ, দীপিকা পাড়ুকোনরা। জেনে নেওয়া যাক, এমন পাঁচটি সিনেমার নাম, যেগুলির অফার ফিরিয়ে দিয়েছেন ক্যাটরিনা।
চেন্নাই এক্সপ্রেস (Chennai Express) :
ছবিতে শাহরুখ খানের বিপরীতে ছবিতে অভিনয় করেছিলেন দীপিকা পাড়ুকোন। মিনাকুমারীর চরিত্রে তাঁর অভিনয় ছবির বড় সম্পদ। কিন্তু পরিচালক রোহিত শেট্টির এই চরিত্রে প্রথম পছন্দ ছিলেন ক্যাটরিনাই। কিন্তু ছবিতে একজন দক্ষিণ ভারতীয় মেয়ের চরিত্রে অভিনয় করতে রাজি ছিলেন না ক্যাট। তাই ফিরিয়ে দেন অফার।
ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি (Yeh Jawani Hain Diwani) :
ক্লাসের ফার্স্ট গার্ল নয়না তালওয়ার, যে বাড়িতে না জানিয়ে শুধুমাত্র একটা চিঠি লিখেই বন্ধুদের সঙ্গে ট্রেকে চলে গিয়েছিল! নিজের ইচ্ছায় জীবনকে বেঁচে নিতে চেয়েছিল সে। বলিউডের ইতিহাসে এই চরিত্রটি আইকনিক হয়ে থাকবে। অয়ন মুখোপাধ্যায় চেয়েছিলেন ছবিতে রণবীরের বিপরীতে ক্যাটরিনাকেই। কিন্তু কোনও এক অজানা কারণে অফার ফিরিয়ে দেন তিনি।
গোলিওঁ কি রাসলীলা : রামলীলা (Ram-Leela) :
সঞ্জয় লীলা বনশালী পরিচালিত এই ছবিতে অভিনয়ের সময় থেকেই প্রেম শুরু দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের। এই ছবিতেও লীলার চরিত্রে সঞ্জয়ের প্রথম পছন্দ ছিলেন ক্যাটরিনা। এ কথা শোনার পর অনুরাগীদের মনে হতেই পারে, 'ভাগ্যিস ক্যাটরিনা অভিনয় করেননি। তাহলে তো দীপিকা-রণবীরের সেই প্রেমটাই হতো না।'
বরফি (Barfi) :
অনুরাগ বসুর পরিচালনায় অন্যতম সেরা বলিউড ছবি। যা সেবছর ভারত থেকে অস্কারের জন্য পাঠানো হয়েছিল। রণবীর কাপুর, প্রিয়াঙ্কা চোপড়ার পাশাপাশি আরও একটি প্রধান চরিত্রে ছিলেন সাউথ ইন্ডিয়ান তারকা ইলিয়ানা ডি ক্রুজ। বাঙালি মেয়ে শ্রুতি ঘোষের চরিত্রে তাঁকে মানিয়েওছিল দিব্যি! তবে অনুরাগ চেয়েছিলেন রণবীরের তৎকালীন বান্ধবী ক্যাটরিনা কাইফ অভিনয় করুক এই চরিত্রে। কিন্তু ক্যাট কোনও এক অজ্ঞাত কারণে ফিরিয়ে দেন সেই অফার।
গুন্ডে (Gunday) :
আশির দশকের কলকাতার পটভূমিকায় ছবিটি বানিয়েছিলেন পরিচালক আলি আব্বাস জাফর। যেখানে ইন্সপেক্টর নন্দিতা সেনরূপে কাঁপিয়ে দিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। রণবীর সিং ও অর্জুন কাপুরের সঙ্গে তাঁর কেমিস্ট্রিও ছিল নজরকাড়া। শুনলে অবাক হবেন, এই ছবিটিও প্রথমে অফার পেয়ে ফিরিয়ে দেন ক্যাটরিনা। কারণ, সেইসময় তিনি অন্য ছবির কাজে ব্যস্ত ছিলেন।
বলিউডে এই ছবির অফার পেয়েও ছাড়ার গল্প বহু রয়েছে। আবার সেই চরিত্রই অন্য কেউ লুফে নিয়ে হয়ে গিয়েছেন সুপারস্টার। সিনেমাপ্রেমীরা এসব শুনে বলেন, যার কপালে যা লেখা থাকে তাই হয়। তবে ক্যাটরিনার ছেড়ে দেওয়া এই ছবিগুলোর নাম সোশ্যাল মিডিয়ায় জানতে পেরে নেটিজেনরা বলছেন, 'নিজের কেরিয়ারে বড় লস করে ফেলেছেন অভিনেত্রী।' ক্যাটরিনাও হয়তো অবসরে তাই ভাবেন, অথবা ভাবেন না।
মেসির কাঁধে হাত রেখে দাঁড়িয়ে রণবীর! 'বাজিরাও'-এর কীর্তিতে সোশ্যাল মিডিয়ায় হাসির রোল