Date : 17th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
এয়ারটেল গ্রাহকদের জন্য সুখবর! ১৭ হাজারের এআই সাবস্ক্রিপশন ফ্রি-তে দিচ্ছে সংস্থাকানন দেবীর মরদেহর সামনে দাঁড়িয়ে তরুণ মজুমদার বলেছিলেন 'আজ বাংলা ছবি মাতৃহারা হল'সমুদ্রের ধারে নিকের কোলে উঠে জাপটে ধরে চুমু খাচ্ছেন প্রিয়াঙ্কা, ভাইরাল সেই রোম্যান্টিক ভিডিওআন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় গেমসে ভারতের সর্বোচ্চ প্রতিনিধি দল পাঠাচ্ছে ওড়িশার 'কিট'Air India Crash: ফুয়েল সুইচ বন্ধ হওয়ার পরও 'শান্ত' ছিলেন এক পাইলট! নয়া রিপোর্টে হইচইকৈলাস বিজয়বর্গীয়র শহরই দেশের সবচেয়ে স্বচ্ছ শহর, একটানা ৮ বার জিতল পুরস্কারদুর্যোগপূর্ণ আবহাওয়ায় লাদাখের পোলোগংঙ্কা শৃঙ্গ জয় অধরা উত্তরবঙ্গের অভিযাত্রী দলেরতারাপীঠ থেকে ফেরার পথে ভিন রাজ্যের তীর্থ যাত্রীদের বাস আটকে হেনস্থার অভিযোগ ১৫ অগস্ট পর্যন্ত সংযত থাকব, তারপর অলআউট লড়াইয়ে যাব: হুমায়ুন কবীরRG Kar: নির্যাতিতার নাম ফাঁস! হাইকোর্টে চিঠি দিয়ে ক্ষমা চাইলেন বিনীত গোয়েল, মিলল স্বস্তি
Hera Pheri 3 - Paresh Rawal

‘হেরাফেরি ৩’–এ নেই বাবুভাইয়া! প্রিয় চরিত্র থেকে কেন সরে দাঁড়ালেন পরেশ রাওয়াল?

‘হেরাফেরি ৩’–এ আর থাকছেন না বাবুভাইয়ার চরিত্রে পরেশ রাওয়াল। কী এমন হল?

‘হেরাফেরি ৩’–এ নেই বাবুভাইয়া! প্রিয় চরিত্র থেকে কেন সরে দাঁড়ালেন পরেশ রাওয়াল?

‘হেরাফেরি ৩’–এ নেই বাবুভাইয়া!

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 16 May 2025 13:38

দ্য ওয়াল ব্যুরো: নস্ট্যালজিয়ায় মোড়া তিনটি নাম—রাজু, ঘনশ্যাম, আর বাবুভাইয়া। পর্দায় একসঙ্গে এলে দর্শকের হাসি থামতেই চায় না। সেই আনন্দের পরশেই কেটেছে একাধিক প্রজন্মের ছোটবেলা, কৈশোর। তাই ‘হেরাফেরি ৩’-এর ঘোষণা ছিল যেন পুরনো বন্ধুদের সঙ্গে ফের একবার দেখা হওয়ার প্রতিশ্রুতি। কিন্তু এবার ঠিক তার মধ্যেই ছেদ টানলেন ‘বাবুভাইয়া’। অভিনেতা পরেশ রাওয়াল জানালেন, তিনি আর এই ফ্র্যাঞ্চাইজিতে থাকছেন না।

এক সাক্ষাৎকারে পরেশ স্পষ্ট করেছেন, নির্মাতাদের সঙ্গে মতের অমিলের কারণেই এই সিদ্ধান্ত। কী সেই মতভেদ, তা না খুললেও ভক্তদের জন্য এই খবর একরকম হৃদয়ভাঙা মুহূর্ত হয়ে দাঁড়িয়েছে। কারণ, রাজু ও শ্যামের মধ্যে যিনি ভারসাম্য রাখতেন, হাসির গতি নির্ধারণ করতেন—তিনি বাবুভাইয়া। তাঁর উপস্থিতি ছাড়া ‘হেরাফেরি’-র ঘর যেন অসম্পূর্ণ।

এখন প্রশ্ন উঠছে, কে হবেন বাবুভাইয়ার জায়গায়? আদৌ কি কারও পক্ষে সম্ভব সেই ছায়ামূর্তিকে পূর্ণতা দেওয়া? অনেক অনুরাগী চাইছেন, মতভেদের বরফ গলে যাক। ফ্র্যাঞ্চাইজি ফিরে পাক তার মূল তিন মুখকেই।

প্রসঙ্গত, ২০০০ সালে প্রিয়দর্শন পরিচালিত ‘হেরাফেরি’ বক্সঅফিসে তুমুল সাফল্য পায়। ২০০৬-এ আসে ‘ফির হেরাফেরি’। সেই ধারাবাহিকতায় প্রায় ১৯ বছর পর তৈরি হচ্ছে তৃতীয় পর্ব। তবে নির্মাতাদের তরফে এখনও পর্যন্ত সিনেমা, গল্প বা কাস্টিং নিয়ে কোনও নিশ্চিত ঘোষণা আসেনি।


ভিডিও স্টোরি