শেষ আপডেট: 30th January 2025 19:05
দ্য ওয়াল ব্যুরো: অক্ষয় কুমার ও প্রিয়দর্শনের জুটি বলিউডে সুপারহিট। ‘হেরা ফেরি’ (২০০০) ও ‘ভুল ভুলাইয়া’ (২০০৭)-এর মতো জনপ্রিয় সিনেমার পর, এবার আবার একসঙ্গে কাজ করতে চলেছেন তাঁরা। শোনা যাচ্ছে, ‘হেরা ফেরি ৩’ পরিচালনা করবেন প্রিয়দর্শন! দীর্ঘ অপেক্ষার পর এবার হিট কমেডি সিরিজের তৃতীয় পর্বের খবর ছড়িয়ে পড়তেই খুশির মেজাজ নেটপাড়ায়।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অক্ষয় বলেন, 'প্রিয়ন স্যার যখন ‘হেরা ফেরি ৩’ পরিচালনার প্রস্তাব দিলেন, আমরা সবাই অবাক হয়ে গেলাম! ২০২৫ সাল দারুণভাবে শুরু হতে চলেছে।'
৩০ জানুয়ারি নিজের জন্মদিনে প্রিয়দর্শন ইনস্টাগ্রামে অক্ষয়ের শুভেচ্ছা বার্তা শেয়ার করে লেখেন, '@akshaykumar তোমার শুভেচ্ছার জন্য ধন্যবাদ। তোমার জন্যও একটা উপহার আছে—আমি ‘হেরা ফেরি ৩’ করতে রাজি! তুমি, @suniel.shetty আর @pareshrawalofficial প্রস্তুত তো?'
এরপরই সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। অক্ষয়ও প্রিয়দর্শনের সঙ্গে একটি ছবি পোস্ট করে লেখেন, 'শুভ জন্মদিন, প্রিয়ন স্যার! আপনিই সেই মানুষ, যিনি সাধারণ কিছুকেও মাস্টারপিস বানিয়ে ফেলেন।' এই মুহূর্তে প্রিয়দর্শন ‘ভূত বাংলা’ নামে একটি হরর-কমেডি সিনেমার শুটিং করছেন। যেখানে অক্ষয়, পরেশ রাওয়াল, টাবু, রাজপাল যাদব ও যিশু সেনগুপ্ত রয়েছেন।
‘হেরা ফেরি’ ও ‘ফির হেরা ফেরি’ ছিল সুপারহিট। বহু বছর ধরে ‘হেরা ফেরি ৩’ নিয়ে নানা আলোচনা চলছিল। তবে এবার নেটিজেনরা মনে করছেন, অবশেষে ফিরছে রাজু, শ্যাম আর বাবুরাও! ফলে সেই ছবি যে দর্শকদের নজর কাড়বে, তা বলাই বাহুল্য।