শেষ আপডেট: 13th November 2022 07:02
তাঁর নামের আগে বসে 'ড্রিম গার্ল' কথাটি। সে কেবল নিছক কথার কথা নয়, সত্যিই তিনি আজও যেন ড্রিম গার্ল। যদিও বয়স ৭৪ পেরিয়েছে এই ১৬ অক্টোবর। তবু স্বপ্নের সৌন্দর্য এতটুকু ফিকে হয়নি বলিউড ডিডা হেমা মালিনীর (Hema Malini)!
এবার শ্রীরাধা হয়ে মঞ্চে এলেন হেমা (Performance in Rash)। মথুরা (Mathura) তীর্থক্ষেত্রে কার্তিক পূর্ণিমার রাত জমিয়ে দিলেন রাধা হয়ে। রাস উৎসবের রসে এসময়ে মজে থাকেন শ্রীকৃষ্ণ ভক্তরা। মথুরা বৃন্দাবনে কেবল রাস নয়, জমে ওঠে মহারাস উৎসব। সেখানেই কার্তিক পূর্ণিমায় হেমা মালিনী নাচলেন 'রাধা রাস ভরি' পারফরম্যান্সে৷ রাধা অবতারে অবতীর্ণ হয়ে সবাইকে চমকে দিলেন ৭৪ বছরের তরুণী। বয়সকে তুড়ি মেরে উড়িয়ে ভেসে গেলেন কৃষ্ণের প্রেমলীলায়। অবিশ্বাস্য উপস্থাপনা দেখে মুগ্ধ তাঁর ভক্ত-অনুরাগীর দল।
হেমা মালিনী এমনিতেই তাঁর সুন্দর 'দেবী মুখে'র কারণে মা দুর্গা রূপে বারবার সামনে এসেছেন। দেবী দুর্গা সেজে হেমা মালিনীর নৃত্যানুষ্ঠান পৃথিবীখ্যাত। সারা বিশ্বের নানা প্রান্তে তিনি মা দুর্গা রূপে নাচ করেছেন। নয়ের দশকে এক মহালয়ার দিন তিনি কলকাতা দূরদর্শনেও মা দুর্গা হয়েছিলেন। এখনও তিনি প্রায়ই দুর্গা সাজেন নানা মঞ্চে।
কিন্তু এবারের রাধার সাজ যেন সেই মুগ্ধতাকেও ছাপিয়ে গেল। দেবী দুর্গারূপী হেমার মাতৃরূপ বা রুদ্রাণী রূপের সঙ্গে সকলে পরিচিত হলেও, যৌবনসরসী শ্রীরাধাকে দেখে চোখ ফেরানো যায়নি যেন!
দেখুন সেই নাচের কিছু ঝলক।
হেমা দর্শকদের বলেন, 'আমি আজ রাধা রাস ভরি পরিবেশন করেছি, যা আগে বৃন্দাবনে উপস্থাপন করেছিলাম। কিন্তু আজ অন্যরকম পরিবাশ। কার্তিক পূর্ণিমার রাতে চাঁদের পটভূমিতে এমন রাস করার স্বপ্ন ছিল আমার, যা আজ সত্যি ছিল। এই রাসনৃত্য করার সময়ে আমি কল্পনা করেছি, ঐতিহাসিক দ্বাপর যুগে রাধা ও কৃষ্ণ কীভাবে এই রাসলীলা করেছিলেন।'
দ্বাপর যুগের এই পূর্ণিমায় শ্রীকৃষ্ণ রাধা ও গোপিনীদের নিয়ে যে রাসলীলার সৃষ্টি করেছিলেন, পুরাণ মতেই তাকেই বলা হয় মহারাসলীলা। এই কার্তিক পূর্ণিমার রাতে তা অনুষ্ঠিত হয়। সেই তিথিতেই মথুরা তীর্থভূমিতে হেমার নৃত্যনাট্য ঐতিহাসিক হয়ে উঠল। এই নাচের থিম থেকে কোরিওগ্রাফি হেমা নিজেই করেছেন। তার পরে রয়েছে ভারী গয়না ও সাজে নিখুঁত পারফরম্যান্স। দর্শকরা যেন মন্ত্রমুগ্ধ! সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল ও প্রশংসায় উদ্বেল।
রাধা-রূপী হেমার সঙ্গে যিনি শ্রীকৃষ্ণের ভূমিকায় অভিনয় করেছেন, তিনিও দুর্দান্ত। ঝুলনের দোলনায় কৃষ্ণের সঙ্গে হেমা যখন দুলছিলেন, মনে হয়েছে যেন সত্যিই চোখের সামনে আবেগে-উচ্ছলতায় ভেসে যাচ্ছেন শ্রীরাধা!
এর আগে ২০১৫ ও ২০১৮ সালে রাধা সেজেছিলেন হেমা। এবার তাঁর বয়স আরও খানিকটা বেড়েছে। কিন্তু তাতে তাঁর পারফরম্যান্সে কোনও ছাপই পড়েনি যেন। মথুরার প্রথম রাস উৎসবে সবটুকু উজাড় করে নাচলেন তিনি। তাঁর নাচ দেখে যে কেউ বলবে, এই বয়সে এভাবে পারফর্ম করা বড় সহজ কথা নয়।
হেমা মালিনী আজও যেভাবে নিজেকে চিরযৌবনা রেখেছেন, তা সত্যি প্রশংসনীয়। দর্শকরা বলছেন, মঞ্চে হেমার নাচের প্রতিটি মুদ্রা যেন ছবির মতো সুন্দর, জীবন্ত। সব মিলিয়ে এক ঐতিহাসিক অনুষ্ঠানের সাক্ষী থাকল মথুরা।
ঋতুপর্ণার একডজন অচেনা রূপ, নায়িকার জন্মদিনে ফিরে দেখা চরিত্ররা