সলমন খানের ‘নো কিসিং পলিসি’ বলিউডে বহু চর্চিত। নিজের কেরিয়ারের শুরু থেকেই পর্দায় চুম্বনের দৃশ্য এড়িয়ে গিয়েছেন ভাইজান।
সলমন খানের ‘নো কিসিং পলিসি’
শেষ আপডেট: 5 July 2025 14:12
দ্য ওয়াল ব্যুরো: সলমন খানের ‘নো কিসিং পলিসি’ বলিউডে বহু চর্চিত। নিজের কেরিয়ারের শুরু থেকেই পর্দায় চুম্বনের দৃশ্য এড়িয়ে গিয়েছেন ভাইজান। ছবির গল্পে যতই ঘনিষ্ঠতা থাকুক, সলমনের স্পষ্ট অবস্থান—পর্দায় চুম্বন নয়। কিন্তু সম্প্রতি ভাই আরবাজ খানের একটি মন্তব্য ফের এই নীতিকে ঘিরে হাসির রোল তুলল দর্শকমহলে। ভাইয়ের মন্তব্যে এমন অবস্থায় পড়লেন সল্লু, যে হাসি চেপে রাখতে পারলেন না তিনিও।
ভাইরাল একটি পুরনো ভিডিওতে দেখা যাচ্ছে, ‘দ্য কপিল শর্মা শো’-তে হাজির হয়েছেন খান-ভাইয়েরা—সলমন, আরবাজ ও সোহেল। সেখানেই কপিল সলমনকে প্রশ্ন করেন তাঁর ‘নো কিসিং পলিসি’ নিয়ে। উত্তরে সলমন বলেন, “আমি পর্দায় কিস করি না, তাই এতে আমার কোনও সমস্যা নেই।”
এই সময়েই মুখ খোলেন আরবাজ। হেসে বলেন, “ও অফ-স্ক্রিনে এত কিছু করে নেয়, পর্দায় আর কিছু করার প্রয়োজন পড়ে না!” আর তাতেই হাসির রোল পড়ে শোয়ে। লজ্জায় পড়ে যান সল্লু নিজেও।
যদিও গুঞ্জন রয়েছে, একবার ‘জিত’ ছবিতে কারিশ্মা কপুরের সঙ্গে নাকি নিয়ম ভেঙেছিলেন সলমন। তবে ভক্তদের একাংশের দাবি, সেটি ‘থুতনিতে’ হালকা চুম্বন ছিল, কোনওভাবেই তা তাঁর মূল নীতি লঙ্ঘন নয়।
এমনকি ‘টাইগার জ়িন্দা হ্যায়’-এর সময় ক্যাটরিনা কাইফের সঙ্গে একটি চুম্বন দৃশ্যের প্রস্তাবও ফিরিয়ে দেন সলমন। সূত্রের দাবি, পরিচালক আলি আব্বাস জাফরের বারবার বোঝানো সত্ত্বেও তিনি দৃশ্যটি করতে রাজি হননি।