শেষ আপডেট: 17th March 2025 19:48
দ্য ওয়াল ব্যুরো: হবু শ্বশুরবাড়ির ষড়যন্ত্রে লগ্নভ্রষ্টা হয়েছে সারি। হয়েছে বস্ত্রহরণ। কান্নায় ভেঙে পড়েছেন মা (Bengali Serial)। আর এরই মাঝে 'শোলক সারি' ধারাবাহিকে নতুন টুইস্ট। দিদি আঁচল মুখোপাধ্যায়ের নামে বাঘে-গরুতে এক ঘাটে জল খায়। সেই দিদির বিরুদ্ধে গিয়ে শোলকের বিরুদ্ধে কি নিজের ভালবাসার জন্য লড়তে পারবে সার্থক? টানটান প্লটে এই মুহূর্তে জমজমাট ধারাবাহিকটি। সার্থককে ঘিরে তিন নারীর টানাপড়েনও চলছে সমানতালে। দ্য ওয়ালের কাছে এল টাটকা আপডেট।
জানা যাচ্ছে, এই মুহূর্তে ধারাবাহিকে দোল উৎসব পালন দেখানো হবে। সার্থক ও শোলক ঠিক করে ওই দিনই তাঁরা বিয়ে করবেন। ওদিকে আঁচলের পছন্দ রানিকে। সে চায় ভাই তাঁকেই বিয়ে করুক। দোলের পরের দিন আঁচল ঠিক করে তাঁর ভাইয়ের বিয়ে দেবে। ভাই যে দোলের দিন অন্য প্ল্যান ভেবে রেখেছে তা তাঁর অজানা। এদিকে পিথ্রি অর্থাৎ পতিত পাবন পোদ্দারের মেয়েও পড়েছে সার্থকের প্রেমে। সেও চাইছে তাঁকে বিয়ে করতে। এই টানাপড়েন সার্থক কার হবে? তা নিয়ে এগোচ্ছে গল্প।
সান বাংলায় সম্প্রচারিত হয় এই ধারাবাহিক। দুই বোন ও তাঁদের একরাশ স্বপ্নের গল্প বলে এই সিরিয়াল। তাঁদের জীবনের ওঠাপড়া নিয়েই এগোয় প্লট। ধারাবাহিকে রয়েছেন বিখ্যাত সব অভিনেতা। সংশ্লিষ্ট চ্যানেলের টিআরপি টপারও এই ধারাবাহিক। আগামী দিনে কী হতে চলেছে শোলক, সারি ও সার্থকের জীবনে? তা জানতেই মুখিয়ে দর্শকেরা।