Date : 14th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
সৌদি যাওয়ার টোপ! ১২ বছরের পাত্রী, ২০ বছরের বর, গোপন বিয়ের আসরে পুলিশের হানা‘তুমিই আমায় পূর্ণ করেছ!’ আলকারাজ-সিনারের দ্বৈরথের আড়ালে রয়েছে তীব্র প্যাশন, অটুট শ্রদ্ধাইজরায়েলি হামলায় মৃত্যুর মুখ থেকে বেঁচে গিয়েছেন ইরানের প্রেসিডেন্ট, তাঁর সন্ধান কে দিয়েছিল'মুড়ি মিছরি এক হয়ে গেছে', চাকরিহারা 'যোগ্য'দের নবান্ন অভিযান যথাযথ, বার্তা শমীকেরAhmedabad Plane Crash: যান্ত্রিক বা রক্ষণাবেক্ষণের ত্রুটি মেলেনি, জানালেন এয়ার ইন্ডিয়া সিইওরক্তে ভেসে যাচ্ছে ঘর, বাবাকে কুপিয়ে খুন করল মা, 'চুপ থাক, নাহলে তোকেও...', হুমকি কিশোরকে!রাধিকার বান্ধবীর দাবি খারিজ করল পরিবার, এদিকে মোবাইলের মুছে ফেলা তথ্য ফিরিয়ে দেখছে পুলিশবর্ণ বৈষম্যের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন, অবসাদে আত্মঘাতী প্রাক্তন ‘মিস পুদুচেরি’ সান রেচালপ্রধানমন্ত্রীর সভার জন্য রথের মেলা গুটিয়ে ফেলার নির্দেশ, ক্ষতির মুখে শতাধিক ছোট ব্যবসায়ীরাজ্জাক খাঁ খুনে গ্রেফতার আরও ১ দলীয় কর্মী, গত বছরই আইএসএফ ছেড়ে তৃণমূলে যোগ দেন আজহারউদ্দিন
Bengali Serial TRP

আরও বাড়ল পরশুরামের শক্তি! জায়গা হারিয়ে কোথায় দাঁড়িয়ে ফুলকি-জগদ্ধাত্রীরা?

গত সপ্তাহে 'ফুলকি' পেয়েছিল ৭.০। এই সপ্তাহে আরও কিছু নম্বর বাড়িয়ে সে রয়েছে দ্বিতীয় স্থানে। পেয়েছে ৭.৩ মার্কস। অন্যদিকে 'জগদ্ধাত্রী'রও কিন্তু নম্বর বেড়েছে। গত সপ্তাহের ৬.৭ বেড়ে হয়েছে ৭.৩।

আরও বাড়ল পরশুরামের শক্তি! জায়গা হারিয়ে কোথায় দাঁড়িয়ে ফুলকি-জগদ্ধাত্রীরা?

কে কত নম্বরে?

শেষ আপডেট: 3 July 2025 12:31

দ্য ওয়াল ব্যুরো: আরও একটা বৃহস্পতিবার। আবারও প্রকাশ্যে টিআরপি তালিকা। কে এগিয়ে গেল, কোন ধারাবাহিক পিছিয়ে গেল খানিকটা, রইল সেই হিসেব। গত সপ্তাহে প্রথম হয়েছিল 'পরশুরাম আজকের নায়ক'। এই সপ্তাহেও সেই একই ট্রেন্ড বজায় রেখেছগে ধারাবাহিকটি। শুধু কি তাই, গত সপ্তাহের থেকে নম্বর বেড়েছে তার। গত সপ্তাহে ওই ধারাবাহিক পেয়েছিল ৭.২। এই সপ্তাহে নম্বর বেড়ে হয়েছে ৭.৪। দ্বিতীয়, তৃতীয় স্থানেই বা কে?

গত সপ্তাহে 'ফুলকি' পেয়েছিল ৭.০। এই সপ্তাহে আরও কিছু নম্বর বাড়িয়ে সে রয়েছে দ্বিতীয় স্থানে। পেয়েছে ৭.৩ মার্কস। অন্যদিকে 'জগদ্ধাত্রী'রও কিন্তু নম্বর বেড়েছে। গত সপ্তাহের ৬.৭ বেড়ে হয়েছে ৭.৩।

ভাবছেন তো, কোথায় গেল 'পরিণীতা'? এই সপ্তাহে সে খানিক পিছিয়েই। না চতুর্থ স্থানেও জায়গা হয়নি তার। এই সপ্তাহে চতুর্থ স্থানটি দখল করে রেখেছে 'রাঙামতী তীরন্দাজ'। তার নম্বর পয়েন্ট এক কমেছে ঠিকই তাও সে পেয়েছে ৬.৬। ওদিকে পাঁচ নম্বরে রয়েছে 'পরিণীতা'। গত সপ্তাহে ওই ধারাবাহিক পেয়েছিল ৬.৭। এই সপ্তাহে নম্বর কমে হয়েছে ৬.৫।

যদিও মন খারাপ করার কারণ নেই। টিআরপিতে কখন যে কী হয়, তা বলা মুশকিল। এখানে আজ যে রাজা কাল সে ফকির। আজ পিছিয়ে গেলেও কে বলতে পারে আগামী দিনে হয়তো পুরনো সাম্রাজ্য আবারও ছিনিয়ে নিতে পারে একদা টপার 'পরিণীতা'। 


ভিডিও স্টোরি