গত সপ্তাহে 'ফুলকি' পেয়েছিল ৭.০। এই সপ্তাহে আরও কিছু নম্বর বাড়িয়ে সে রয়েছে দ্বিতীয় স্থানে। পেয়েছে ৭.৩ মার্কস। অন্যদিকে 'জগদ্ধাত্রী'রও কিন্তু নম্বর বেড়েছে। গত সপ্তাহের ৬.৭ বেড়ে হয়েছে ৭.৩।
কে কত নম্বরে?
শেষ আপডেট: 3 July 2025 12:31
দ্য ওয়াল ব্যুরো: আরও একটা বৃহস্পতিবার। আবারও প্রকাশ্যে টিআরপি তালিকা। কে এগিয়ে গেল, কোন ধারাবাহিক পিছিয়ে গেল খানিকটা, রইল সেই হিসেব। গত সপ্তাহে প্রথম হয়েছিল 'পরশুরাম আজকের নায়ক'। এই সপ্তাহেও সেই একই ট্রেন্ড বজায় রেখেছগে ধারাবাহিকটি। শুধু কি তাই, গত সপ্তাহের থেকে নম্বর বেড়েছে তার। গত সপ্তাহে ওই ধারাবাহিক পেয়েছিল ৭.২। এই সপ্তাহে নম্বর বেড়ে হয়েছে ৭.৪। দ্বিতীয়, তৃতীয় স্থানেই বা কে?
গত সপ্তাহে 'ফুলকি' পেয়েছিল ৭.০। এই সপ্তাহে আরও কিছু নম্বর বাড়িয়ে সে রয়েছে দ্বিতীয় স্থানে। পেয়েছে ৭.৩ মার্কস। অন্যদিকে 'জগদ্ধাত্রী'রও কিন্তু নম্বর বেড়েছে। গত সপ্তাহের ৬.৭ বেড়ে হয়েছে ৭.৩।
ভাবছেন তো, কোথায় গেল 'পরিণীতা'? এই সপ্তাহে সে খানিক পিছিয়েই। না চতুর্থ স্থানেও জায়গা হয়নি তার। এই সপ্তাহে চতুর্থ স্থানটি দখল করে রেখেছে 'রাঙামতী তীরন্দাজ'। তার নম্বর পয়েন্ট এক কমেছে ঠিকই তাও সে পেয়েছে ৬.৬। ওদিকে পাঁচ নম্বরে রয়েছে 'পরিণীতা'। গত সপ্তাহে ওই ধারাবাহিক পেয়েছিল ৬.৭। এই সপ্তাহে নম্বর কমে হয়েছে ৬.৫।
যদিও মন খারাপ করার কারণ নেই। টিআরপিতে কখন যে কী হয়, তা বলা মুশকিল। এখানে আজ যে রাজা কাল সে ফকির। আজ পিছিয়ে গেলেও কে বলতে পারে আগামী দিনে হয়তো পুরনো সাম্রাজ্য আবারও ছিনিয়ে নিতে পারে একদা টপার 'পরিণীতা'।