শেষ আপডেট: 13th March 2025 16:05
দ্য ওয়াল ব্যুরো: আরও এক বৃহস্পতিবার। আবারও প্রকাশ্যে এল টিআরপি তালিকা। তবে গত সপ্তাহের থেকে খুব একটা হেরফের হয়নি চার্টে। গত দুই মাসের মতো এই সপ্তাহেও প্রথম স্তানে সেই পরিণীতা। পেয়েছে ৭.২। অন্যদিকে দ্বিতীয় ও তৃতীয় স্থানও জি-বাংলার দখলে।
এই সপ্তাহে ৬.৫ নম্বর পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে 'জগদ্ধাত্রী'। অন্যদিকে তৃতীয় স্থানে রয়েছে 'ফুলকি'। ওই ধারাবাহিকটির প্রাপ্ত নম্বর ৬.৪। প্রথম তিনটি স্থান জি-বাংলার দখলে থাকলেও এই সপ্তাহে চতুর্থ ও পঞ্চম স্থান জলসার দখলে। রয়েছে যথাক্রমে 'রাঙামতি তীরন্দাজ' ও 'গীতা এলএল বি'। রাঙামতির সঙ্গে ফুলকির নম্বরের ফারাক মাত্র পয়েন্ট ওয়ানের। প্রাপ্ত নম্বর ৬.৩। অন্যদিকে গীতার ঝুলিতে ৬.২।
এই সপ্তাহে বেশ খানিকটা পিছিয়েছে 'কোন গোপনে মন ভেসেছে'। তার স্থান ছয় নম্বরে। শেষ হচ্ছে উড়ান। সেই ধারাবাহিকটি ৫.৭ পেয়ে রয়েছে সপ্তমে। 'চিরসখা' ধারাবাহিকে এই মুহূর্তে বিয়ের প্লট চলছে। তবে টিআরপি খুব একটা ভাল নয়। ধারাবাহিকটি পেয়েছে ৫.২। নবম স্থানে আদৃতের 'মিত্তির বাড়ি'। গত সপ্তাহেই শুরু হয়েছে মানালি দে'র ধারাবাহিক 'দুগ্গামণি ও বাঘমামা'। প্রথম সপ্তাহে ৫.০ নম্বর পেয়ে সে রয়েছে দশম স্থানে।
চলতি সপ্তাহ থেকেই শুরু হয়েছে তুই আমার হিরো ও চিরদিনই তুমি যে আমার। এই দুই মেগার টিআরপি আসবে আগামী সপ্তাহে। রুবেল-মোহনা, জিতু-দিতিপ্রিয়া অভিনীত ধারাবাহিক দু'টি কেমন ফল করে, সে দিকে থাকবে সকলের।