শেষ আপডেট: 30th January 2025 18:59
দ্য ওয়াল ব্যুরো: টিআরপি বড়ই অদ্ভুত। এখানে আজ যে রাজা কাল সে ফকির। প্রতি সপ্তাহে বদল হতে থাকে তালিকার। দুই সপ্তাহ ধরে প্রথম স্থান ধরে রাখা 'পরিণীতা' এই সপ্তাহতে কোন স্থানে? ফুলকিই বা গেল কোথায়? রইল বাংলা ধারাবাহিকের টিআরপি তালিকা।
গত সপ্তাহের থেকে নম্বর বাড়িয়ে ৮.৭ রেটিং নিয়ে এই সপ্তাহতেও প্রথম সেই পরিণীতাই। অন্যদিকে দ্বিতীয় স্থানে রয়েছে 'ফুলকি'। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে এই সপ্তাহে রয়েছে 'কথা', 'জগদ্ধাত্রী' ও 'কোন গোপনে মন ভেসেছে'। এই তিন ধারাবাহিকেরই প্রাপ্ত নম্বর ৭.৪।
চারেও রয়েছে চমক। গত সপ্তাহে গীতা এলএলবি পেয়েছিল ৭.২। এই সপ্তাহতেও ওই একই নম্বর পেয়ে সে রয়েছে চতুর্থ স্থানে। অন্যদিকে নম্বর বেশ খানিকটা বাড়িয়ে 'রাঙামতি তীরন্দাজ' উঠে এসেছে চতুর্থ স্থানে। পঞ্চম স্থানে ৬.৪ পেয়ে পঞ্চম হয়েছে 'উড়ান'।
ষষ্ঠ স্থানে রয়েছে ‘শুভ বিবাহ’। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.২। ধারাবাহিকের টিআরপি তালিকার সপ্তম স্থানে রয়েছে ‘মিত্তিরবাড়ি’। অষ্টম, নবম ও দশম স্থানে রয়েছে যথাক্রমে আনন্দী, তেঁতুলপাতা ও মিঠিঝোরা।
বিগত তিন সপ্তাহ ধরে প্রথম স্থানে পরিণীতা। এই ধারাবাহিকের মধ্যে দিয়ে লিড রোলে আত্মপ্রকাশ করেছিলেন অভিনেতা উদয় প্রতাপ সিং। ধারাবাহিকের টিজার নিয়ে হয়েছিল কটাক্ষও। তবে সে সব কটাক্ষকে কড়া জবাব দিয়ে আপাতত রাজত্ব করছেন উদয়। যদিও আগামী দিনে কী হয় সে দিকেই নজর সকলের।