শেষ আপডেট: 6th March 2025 19:32
দ্য ওয়াল ব্যুরো: আবারও এক বৃহস্পতিবার। আবারও প্রকাশ্যে টিআরপি তালিকা। বিগত বেশ কিছু সপ্তাহ ধরে টিআরপি তালিকায় ছিল জি-বাংলারই জয়জয়কার। তবে এই সপ্তাহে যাবতীয় হিসেব উল্টে কামব্যাক হয়েছে স্টারের। বহুদিন পর প্রথম তিনে জায়গা করে নিয়ে স্টারের এক ধারাবাহিক। সেটি কোনটি?
বিগত দেড় মাসের মতো এই সপ্তাহতেও প্রথম স্থানে সেই পরিণীতা তবে গত সপ্তাহের থেকে নম্বর কমেছে। গত সপ্তাহে এই ধারাবাহিক পেয়েছিল ৮.০। এই সপ্তাহে সেই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.৬। অন্যদিকে জগদ্ধাত্রী রয়েছে দ্বিতীয় স্থানে। নম্বর কমেছে এই ধারাবাহিকেরও। এই মুহূর্তে জমে উঠেছে জগদ্ধাত্রী। দুর্গা কি পারবে জগদ্ধাত্রীর সঙ্গে হওয়া অঘটনের বিচার করতে? এই নিয়েই জমজমাট প্লট! আর সেই কারণে টিআরপিতেও তাঁর প্রতিফলন। তৃতীয় স্থানে রয়েছেন ফুলকি। তবে গত সপ্তাহের থেকে বেশ খানিকটা নম্বর কমেছে এই ধারাবাহিকের। গত সপ্তাহে ধারাবাহিকটি পেয়েছিল ৭.৩। এই সপ্তাহে তা কমে গিয়ে হয়েছে ৬.৬। তবে দাঁড়ান, জলসা ভক্তদের জন্য সুখবর। শুধু ফুলকিই নয়, এই সপ্তাহে তৃতীয় স্থানে রয়েছে আরও এক ধারাবাহিক। তা হল স্টার জলসার রাঙামতী তিরন্দাজ। সেই ধারাবাহিকও পেয়েছে ৬.৬।
এ তো গেল প্রথম তিন। চতুর্থ স্থানে রয়েছে শ্বেতা-রণজয় অভিনীত ধারাবাহিক 'কোন গোপনে মন ভেসেছে'। অন্যদিকে পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম স্থানে রয়েছে যথাক্রমে গীতা এলএলবি, কথা ও মিত্তির বাড়ি। তবে টিআরপি চার্ট বড়ই অদ্ভুত। এখানে আজ যে রাজা কাল সে ফকির। আগামী দিনে কী হয় এখন সেটাই দেখার।