
ঘোড়ায় চড়া, সাঁতার, নাচ, মডেলিং, অভিনয়— গুণের শেষ নেই হারনাজের, দেখুন গ্যালারি
দ্য ওয়াল ব্যুরো: সারা বিশ্বের ৭৯ জন তাবড় সুন্দরীকে হারিয়ে মিস ইউনিভার্স খেতাব পেয়েছেন হারনাজ সান্ধু। এই গৌরব শেষ এনেছিলেন সুস্মিতা সেন, লারা দত্তরা। তার ২১ বছর পরে ফের বিশ্বের দরবারে সৌন্দর্যের মঞ্চে ঝলমল করে উঠল ভারতের মুখ, হারনাজের জয়ের হাত ধরে।তবে কে এই হারনাজ সান্ধু? শুধুই এক সৌন্দর্য প্রতিযোগিতার বিজয়িনী হিসেবে তাঁকে জানলে কিন্তু ভুল হবে। মাত্র ২১ বছরে দারুণ রঙিন এবং সফল কেরিয়ার তাঁর। নাচ থেকে মডেলিং, সাঁতার থেকে ঘোড়ায় চড়া, কী করেন না তিনি!
একইসঙ্গে ডানপিটে এবং সুন্দরের এক অসামান্য মেলবন্ধন, আত্মবিশ্বাসে ভরপুর হারনাজ। সেই জোরেই তিনি ফাইনালের মঞ্চে বিশ্বের সামনে বলে এসেছেন, ‘তোমার জীবনে তুমিই লিডার। আমি নিজেকে বিশ্বাস করি, তাই আমি আজ এখানে।’
দেখুন তাঁর কিছু না-দেখা ছবি।