নতুন টক শো ‘হুজ দ্য বস?’-এর ঘোষণা করলেন প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং এবং তাঁর স্ত্রী গীতা বসরা।
হরভজন সিং
শেষ আপডেট: 30 May 2025 14:45
দ্য ওয়াল ব্যুরো: নতুন টক শো ‘হুজ দ্য বস?’-এর ঘোষণা করলেন প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং এবং তাঁর স্ত্রী গীতা বসরা। এই শো-তে ক্রিকেটারদের ব্যক্তিগত জীবন, বিশেষত তাঁদের দাম্পত্য সম্পর্ক ও পারিবারিক অভিজ্ঞতা উঠে আসবে আলোচনার কেন্দ্রে। হরভজন-গীতা এই শো'র সঞ্চালকও।
জিওসিনেমায় সম্প্রচারিত হবে অনুষ্ঠানটি। এবং শোয়ের প্রোমোশন চলাকালীন একটি সাক্ষাৎকারে হরভজন জানিয়েছেন, যদি তাঁর জীবনের উপর কখনও বায়োপিক তৈরি হয়, তাহলে তিনি ভিকি কৌশলকেই নিজের চরিত্রে দেখতে চান।
জুম ডিজিটালকে দেওয়া সাক্ষাৎকারে হরভজন বলেন, “ভিকি অসাধারণ অভিনেতা। সে ডোবা (Doaba) অঞ্চল থেকে এসেছে, আমিও সেখান থেকেই। দুজনেই পঞ্জাবি, তাই উচ্চারণের দিক থেকেও মিল রয়েছে। দেখতে সে আমার চেয়েও সুন্দর, তবে সেটা তো মেকআপ সামলে নেবে। অভিনয়ে দক্ষ— তাই আমার চরিত্রটা ভালভাবেই ফুটিয়ে তুলতে পারবে।”
গীতা বসরাও ভিকিকে সঠিক পছন্দ বলে মনে করেন। তিনি বলেন, “ভিকি এখনকার সেরা অভিনেতাদের একজন। ও লম্বা, চেহারার দিক থেকেও ভাজ্জির সঙ্গে মিল রয়েছে। সেই সঙ্গে ও পাঞ্জাবি— ফলে পর্দায় হরভজনের চরিত্র ফুটিয়ে তোলার জন্য উপযুক্ত।”
নতুন এই শো প্রসঙ্গে নিজেদের সোশ্যাল মিডিয়া পোস্টে হরভজন-গীতা লিখেছেন, “মাঠে আর পর্দায় বহু ভূমিকা পালন করেছি আমরা। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা, স্বামী-স্ত্রীর। এবার আমরা স্ক্রিনে আনব প্রেম, খুনসুটি আর বাস্তব জীবনের উথালপাথাল। ‘হুজ দ্য বস?’ এমন এক টক শো, যেখানে প্রতিটি ঘরের ভেতরের বস-তত্ত্ব উঠে আসবে, কখনও এক জন, কখনও হয়তো দু’জন।”