Date : 10th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
দিনের পর দিন ব্রেকফাস্টে ফাঁকি! এই ৫ অভ্যাস সময়ের আগেই ব্রেনের বয়স বাড়িয়ে দিচ্ছে, জানেন কি?'চিরসখা'য় একই বাড়িতে দুই সতীনের বাস, রান্না জমাতে প্রিয় ফোড়ন দিলেন লীনারুমকি-ঝুমকির জুটির আর নেই! প্রয়াত ঝুমকি রায়, শোকস্তব্ধ দেবশ্রীমেয়ের ইনসুলিনের টাকা ছিল না, ফেসবুক লাইভে কাঁদতে কাঁদতে নিজের মাথায় গুলি চালালেন হতভাগ্য বাবাসকালে চূড়ান্ত ব্যস্ততা, সময় বাঁচাতে ব্রেকফাস্টে রোজ স্মুদি খাচ্ছেন, শরীরের ক্ষতি করছেন না তো?এ বছর সবচেয়ে প্রতীক্ষিত ছবিগুলির মধ্যে আইএমডিবি-র লিস্টে পয়লা নম্বরে রয়েছে যে সিনেমাবিয়ের আগেই গর্ভবতী হন নেহা! এনিয়ে স্পষ্ট বললেন, 'সমস্যা কোথায়, আমি তো অঙ্গদকে ডেট করতাম'বিহারে ভোটার তালিকা সংশোধনীতে স্থগিতাদেশ নয়, আধার কার্ডকে মান্যতা দিল সুপ্রিম কোর্টজঙ্গলের পাশে গাড়ির মধ্যে মদের আসর, তৃণমূল নেতা ও বিজেপি নেত্রীকে হাতেনাতে ধরলেন স্থানীয়রাবিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! মিষ্টিতে ওষুধ মিশিয়ে প্রেমিকার গর্ভপাত করালেন ব্যক্তি
Harbhajan Singh biopic

হরভজনের বায়োপিক, কে অভিনয় করবেন? প্রিয় অভিনেতার নাম প্রস্তাব করলেন ভাজ্জি নিজেই

নতুন টক শো ‘হুজ দ্য বস?’-এর ঘোষণা করলেন প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং এবং তাঁর স্ত্রী গীতা বসরা। 

হরভজনের বায়োপিক, কে অভিনয় করবেন? প্রিয় অভিনেতার নাম প্রস্তাব করলেন ভাজ্জি নিজেই

হরভজন সিং

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 30 May 2025 14:45

দ্য ওয়াল ব্যুরো: নতুন টক শো ‘হুজ দ্য বস?’-এর ঘোষণা করলেন প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং এবং তাঁর স্ত্রী গীতা বসরা। এই শো-তে ক্রিকেটারদের ব্যক্তিগত জীবন, বিশেষত তাঁদের দাম্পত্য সম্পর্ক ও পারিবারিক অভিজ্ঞতা উঠে আসবে আলোচনার কেন্দ্রে। হরভজন-গীতা এই শো'র সঞ্চালকও।

জিওসিনেমায় সম্প্রচারিত হবে অনুষ্ঠানটি। এবং শোয়ের প্রোমোশন চলাকালীন একটি সাক্ষাৎকারে হরভজন জানিয়েছেন, যদি তাঁর জীবনের উপর কখনও বায়োপিক তৈরি হয়, তাহলে তিনি ভিকি কৌশলকেই নিজের চরিত্রে দেখতে চান।

জুম ডিজিটালকে দেওয়া সাক্ষাৎকারে হরভজন বলেন, “ভিকি অসাধারণ অভিনেতা। সে ডোবা (Doaba) অঞ্চল থেকে এসেছে, আমিও সেখান থেকেই। দুজনেই পঞ্জাবি, তাই উচ্চারণের দিক থেকেও মিল রয়েছে। দেখতে সে আমার চেয়েও সুন্দর, তবে সেটা তো মেকআপ সামলে নেবে। অভিনয়ে দক্ষ— তাই আমার চরিত্রটা ভালভাবেই ফুটিয়ে তুলতে পারবে।”

গীতা বসরাও ভিকিকে সঠিক পছন্দ বলে মনে করেন। তিনি বলেন, “ভিকি এখনকার সেরা অভিনেতাদের একজন। ও লম্বা, চেহারার দিক থেকেও ভাজ্জির সঙ্গে মিল রয়েছে। সেই সঙ্গে ও পাঞ্জাবি— ফলে পর্দায় হরভজনের চরিত্র ফুটিয়ে তোলার জন্য উপযুক্ত।”

নতুন এই শো প্রসঙ্গে নিজেদের সোশ্যাল মিডিয়া পোস্টে হরভজন-গীতা লিখেছেন, “মাঠে আর পর্দায় বহু ভূমিকা পালন করেছি আমরা। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা, স্বামী-স্ত্রীর। এবার আমরা স্ক্রিনে আনব প্রেম, খুনসুটি আর বাস্তব জীবনের উথালপাথাল। ‘হুজ দ্য বস?’ এমন এক টক শো, যেখানে প্রতিটি ঘরের ভেতরের বস-তত্ত্ব উঠে আসবে, কখনও এক জন, কখনও হয়তো দু’জন।”
 


ভিডিও স্টোরি