Date : 15th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
‘সাহায্য চাই’ বলে ফোন, হোটেলে ডেকে ব্ল্যাকমেল! মহারাষ্ট্রে এক মহিলার হানিট্র্যাপে IPS-সহ বহু কর্তা'আরজি করের তদন্তে গাফিলতি বলেই বাড়ছে ধর্ষণের ঘটনা', সিবিআইকে নির্যাতিতার পরিবারখুশির হাওয়া বলিউডে, কন্যাসন্তান এল সিদ্ধার্থ-কিয়ারার ঘরেকে বলবে বয়স ৫১! শরীরে পাতলা বিকিনি, ইতালির সমুদ্রে জলকেলি 'মৎস্যকন্যা' মালাইকারখুব শীঘ্রই আসছে ‘বজরঙ্গী ভাইজান ২’? ইঙ্গিত দিলেন পরিচালক কবির খানকোলাপুরি চপ্পল নিয়ে সমালোচনার মুখে পড়েছিল প্রাডা, এবার মহারাষ্ট্রে এল তাদের টিমস্টান্টে বাজিমাত শাহরুখের! মাথা দিয়ে কাচ ভাঙতেই অনুরাগীরা বলছে, 'এটাই তো কিং ম্যাজিক’ফড়েরা লাভের গুড় খেয়ে যাচ্ছে! আলুর দাম নিয়ে চাষিদের মধ্যে চরম অসন্তোষকাস্টমস চেকিংয়ে আটকানোর পর পাঠচক্রের কাছে হেরে গেল ইস্টবেঙ্গল'মোহনবাগান রত্ন' পাচ্ছেন টুটু বোস, সেরা ফুটবলার আপুইয়া, দেখে নিন তালিকা
jacqueline fernandez

Happy Valentines Day: জেলে বসে জ্যাকলিনকে প্রাইভেট জেট উপহার ‘কনম্যান’ সুকেশের

জেলে বসে প্রেমের চিঠি লিখলেন আসামী সুকেশ চন্দ্রশেখর। তাও আবার এমন এক আসামী যার মাথায় ঝুলছে ২০০ কোটি টাকা প্রতারণার মামলা।

Happy Valentines Day: জেলে বসে জ্যাকলিনকে প্রাইভেট জেট উপহার ‘কনম্যান’ সুকেশের

জ্যাকলিন-সুকেশ

শেষ আপডেট: 14 February 2025 14:11

দ্য ওয়াল ব্যুরো: জেলে বসে প্রেমের চিঠি লিখলেন আসামী সুকেশ চন্দ্রশেখর (sukesh chandrashekhar)। তাও আবার এমন এক আসামী যার মাথায় ঝুলছে ২০০ কোটি টাকা প্রতারণার মামলা। প্রেম দিবসে, দিল্লির মান্ডোলি জেল থেকেই অভিনেত্রী জ্যাকলিনের (jacqueline fernandez) পৌঁছে গেল প্রেমের চিঠি। অতীতে একাধিকবার, অভিনেত্রীকে চিঠি লিখেছে কনম্যান। তবে আজকের লেখা চিঠিতে উপচে পড়ল প্রেম। লেখায় বারবার ধরা দিয়েছে সুকেশের অনুভূতি। শুধু তাই নয় ভালবাসার সঙ্গে ভালবাসার উপহার স্বরূপ কাস্টমাইজড গাল্ফস্ট্রিম জেটও!

সুকেশের লেখা চিঠির শুরুতেই ছিল, ‘এই ভ্যালেন্টাইনস ডে অত্যন্ত স্পেশাল, বাকি সমস্ত ভ্যালেন্টাইন ডে, একসঙ্গে কাটানোর থেকে মাত্র এক ধাপ দূরে আমরা।’

‘আরও কিছু বলার আগে আমি তোমায় শুধু একটু বলতে চাই, জ্যাকি, ভীষণ ভালোবাসি তোমাকে। তুমি আমার কাছে বিশ্বের সেরা ভ্যালেন্টাইন। আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি। বেবি, তুমি জানো, ভ্যালেন্টাইনস ডে আমাদের কাছে কতটা স্পেশাল, আমাদের সম্পর্ক ভ্যালেন্টাইনস ডে-তে শুরু হয়। ওইদিনই আমরা একে অপরকে ক্ষমা করি এবং আমরা পরস্পরকে কাছে টেনে নিই, এটি সব সময় আমাদের জীবনের সবচেয়ে স্পেশাল দিন হয়েই থাকবে। ভ্যালেন্টাইনস ডে-তে আমি তোমাকে কোনও সারপ্রাইজ না দিয়ে কীভাবে থাকতে পারি। ভ্যালেন্টাইনস ডে-র উপহার এই গাল্ফস্ট্রিম জেট, যার ভিতর-বাইরে দু’দিকেই তোমার নামের আদ্যক্ষর ‘জেএফ’ খোদাই রয়েছে,’ এখানেই থামেনি প্রেমিক সুকেশ। তার দাবি, জেটের রেজিস্ট্রেশন নম্বরটিও রাখা হয়েছে জ্যাকলিনের জন্ম তারিখ ও মাস মিলিয়ে। সুকেশ লেখেন, ‘এটি তোমার জন্যই গড়ে তোলা, আমার প্রিয়, আমাদের জন্য এটিকে আরও বিশেষ করে তোলার জন্য @Gulfstreammiddleeast-কে ধন্যবাদ জানাই। প্রিয়, তুমি সবসময় কাজের জন্য দেশ-বিদেশ ঘুরে বেড়াও, এবার থেকে এই জেট তোমারকাছে সুবিধাজনক হবে,’ 

Conman Sukesh Chandrasekhar given Valentine Day Message for Jacqueline  Jacqueline Fernandez video wet viral - पेशी पर जाते हुए महाठग सुकेश  चंद्रशेखर ने जैकलीन फर्नांडीज को दिया स्पेशल ...
জ্যাকলিন-সুকেশ

চিঠিতে সুকেশ জানিয়ে দেয়, যে চলতি বছরে ট্যাক্স রিটার্নে ফাইল করা হবে এই জেট সংক্রান্ত যাবতীয় তথ্য। এবং এই উপহারের কর পরিশোধ করবেন সুকেশ, সম্পূর্ণরূপে বৈধভাবে তা করা হবে, এবং এটি কোনও অপরাধ সংক্রান্ত কোনও অভিযোগের আওতায় থাকবে না।’ জ্যাকলিনকে ‘বোম্মা’ নামে সম্বোধন করে সুকেশ লেখেন, যে তিনি প্ল্যানেটের সবচেয়ে ভাগ্যবান মানুষ যিনি ‘সবচেয়ে সুন্দর, অপূর্ব মানুষ, যাঁকে এই জীবনে আমার ভ্যালেন্টাইন’ হিসেবে পেয়েছি।

২০১৫ সাল থেকে সুকেশ ও জ্যাকলিনের সম্পর্কের বিষয়ে গুঞ্জন শোনা যায়। তবে, জ্যাকলিন বারবার সুকেশের সঙ্গে প্রেমের সম্পর্ক অস্বীকার করেছেন। মামলার মূল অভিযুক্ত কনম্যান সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে সম্পর্কিত থাকার অভিযোগে জ্যাকলিনকে একাধিকবার তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। ইডির অভিযোগ, কনম্যান সুকেশ চন্দ্রশেখর তাঁর অপরাধমূলক কর্মকাণ্ড থেকে অর্জিত অবৈধ অর্থ জ্যাকলিন ফার্নান্দেজের জন্য উপহার কেনার কাজে ব্যবহার করেছেন। তদন্তকারীদের দাবি, জ্যাকলিন, সুকেশ চন্দ্রশেখরের ফৌজদারি মামলায় জড়িত থাকার বিষয়টি জানতেন। সুকেশের বিবাহিত অবস্থা সম্পর্কে জ্যাকলিন অবগত ছিলেন। তবুও, অভিনেত্রী সে সব বিষয় উপেক্ষা করে সুকেশের সঙ্গে আর্থিক লেনদেন করেছেন। অর্থাৎ, ইডির দাবি, অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ জেনেশুনে অভিযুক্ত প্রতারক সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে প্রতারণায় জড়িত হয়েছেন।


ভিডিও স্টোরি