শেষ আপডেট: 30th October 2024 13:19
দ্য ওয়াল ব্যুরো: আর জি করের ঘটনার প্রতিবাদে যখন উত্তাল গোটা শহর, তখনই শিরোনামে উঠে আসে টলিউডের হেয়ার স্টাইলিস্ট তনুশ্রী দাসের নাম। রাতারাতি তাঁর কথা ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। জানা যায়, তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। কর্মক্ষেত্রে হেনস্থার শিকার হওয়ায় এই সিদ্ধান্ত। দীপাবলির আগে সেই তনুশ্রী দাসই ফিরলেন কাজে। সৌজন্যে, সুদীপ্তা চত্রবর্তী।
শহর যখন প্রতিবাদে মুখর, তখন ঘরের এক কোণায় জীবন শেষ করার কথা ভাবছিলেন টলিপাড়ার শিল্পী তনুশ্রী। শহরের এক মেয়ের হয়ে যখন সমস্ত মেয়েরা লড়ছেন, আওয়াজ তুলছেন নিজেদের সঙ্গে হওয়া হেনস্থার বিরুদ্ধে, তখন সামনে আসে তনুশ্রীর কথা। আত্মহত্যার চেষ্টা করেছেন তিনি। এই খবরে হইচই পড়ে সর্বত্র। পাশে থাকেন, অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। জোর গলায় বলে দেন, এর শেষ দেখে ছাড়বেন।
আসলে কর্মক্ষেত্রে হওয়া হেনস্থার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন তনুশ্রী। তাঁকে তারপর তিন মাস সাসপেন্ড করা হয়। সাসপেনশন শেষে কাজে ফিরলেও হেয়ার ড্রেসার গিল্ড ও ফেডারেশন ফের তাঁর কাজ কেড়ে নেয় বলে অভিযোগ ওঠে। এর ফলে দেনায় ডুবে যান তিনি। বেছে নেন আত্মহত্যার পথ।
কিন্তু সেসময় অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীকে পাশে পেয়ে নতুন জীবন পান ওই শিল্পী। সুস্থ হয়ে বাড়ি ফেরার কিছুদিনের মধ্যেই কাজে ফিরলেন সুদীপ্তার হাত ধরেই।
সান বাংলায় শীঘ্রই আসছে নতুন রিয়্যালিটি শো 'লাখ টাকায় লক্ষ্মীলাভ।' সঞ্চালনায় সুদীপ্তা চক্রবর্তী। তাঁর হাত ধরেই মঞ্চে ফিরলেন তনুশ্রী। এবিষয়ে বলেন, '১৭ বছর ধরে মা কালীর পুজো করছি। সবই তার কৃপা।'