শেষ আপডেট: 5th March 2025 12:26
দ্য ওয়াল ব্যুরো: বলিউডের ভাইজান সলমন খান। তিনি আবার বলিউডের ‘এলিজিবল ব্যাচেলর’ও। ৬০ ছুঁই ছুঁই বয়সেও কেন তিনি বিয়ে করেননি, তা নিয়ে জল্পনার শেষ নেই। জীবনে বহু প্রেম এসেছে, তবে কোনওটাই বিয়ের পরিণতি পায়নি। ঐশ্বর্যা রাই বচ্চন থেকে ক্যাটরিনা কাইফ—তাঁর প্রেমের তালিকাও বেশ দীর্ঘ। তবে বিয়ে না করার রহস্য সম্প্রতি নিজেই ফাঁস করলেন সলমন।
একটি অনুষ্ঠানে সলমন মজার ছলে জানালেন, তাঁর অবিবাহিত থাকার পিছনে রয়েছেন বলিউডের লেজেন্ডারি অভিনেত্রী রেখা! হ্যাঁ, ঠিকই পড়ছেন। সলমন জানিয়েছেন, কৈশোরে রেখার প্রতি তাঁর ক্রাশ ছিল। তখন রেখা যোগব্যায়াম শেখাতেন। শুধুমাত্র তাঁকে দেখার জন্যই সেই ক্লাসে ভর্তি হয়েছিলেন সলমন। তাঁর কথায়, 'যোগা শেখার কোনও ইচ্ছে ছিল না। শুধু রেখাজিকে দেখতেই যেতাম।'
সলমন খানের অবিবাহিত থাকার রহস্য নিয়ে বলিউডে বহু জল্পনা। তবে সম্প্রতি সলমন নিজেই মজার ছলে জানালেন এর কারণ। ছোটবেলায় বলিউড অভিনেত্রী রেখার প্রতি প্রবল অনুরাগ ছিল তাঁর। তখন সলমনের বয়স মাত্র ৭-৮ বছর। সাইকেল নিয়ে রেখাকে ফলো করতেন তিনি, আর বাড়ি গিয়ে সবাইকে বলতেন, বড় হয়ে রেখাকেই বিয়ে করবেন।
সলমন মজার ছলে বলেন, 'সম্ভবত এই কারণেই আমার বিয়ে আর হয়নি।' রেখাও পাল্টা রসিকতায় বলেন, 'আমারও বোধহয় সেই কারণেই বিয়ে হয়নি।' তাঁদের এই মজার কথোপকথন মুহূর্তেই ভাইরাল হয়। যদিও বলিউডে ভাইজানের সঙ্গে বেশ কিছু অভিনেত্রীর নাম জড়িয়েছে। তা সত্ত্বেও কোনওটাই টেকেনি।