শেষ আপডেট: 2nd February 2025 17:15
দ্য ওয়াল ব্যুরো: এই তারকা একসময় বলিউডে কেরিয়ার গড়ার চেষ্টা করেছিলেন, কিন্তু একের পর এক ফ্লপ ছবির কারণে অভিনয় থেকে সরে দাঁড়ান। ১৯৯৮ সালে ‘প্রেম আগন’ দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন তিনি, যদিও ছবিটি বক্স অফিসে সাফল্য পায়নি। এরপর ‘জঙ্গল’, ‘প্যার তুনে কেয়া কিয়া’, ‘নো এন্ট্রি’, ‘হে বেবি’-র মতো ছবিতে অভিনয় করলেও শুধুমাত্র ‘হে বেবি’ সামান্য সাফল্য পায়, তবে প্রশংসা কুড়িয়েছিলেন মূলত অক্ষয় কুমার ও বিদ্যা বালন। বুঝতে পারছেন কে তিনি?
কথা হচ্ছে ফিরোজ় খানের পুত্র ফারদিন খানের। ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত ‘দুলহা মিল গয়া’ ছিল ফারদিনের শেষ ছবি, তারপর দীর্ঘ ১৩ বছরের বিরতি নেন তিনি। যদিও সামাজিক মাধ্যমে সক্রিয় থাকলেও বড় পর্দা থেকে একেবারেই দূরে ছিলেন অভিনেতা। তবে এবার বলিউডে কামব্যাকের পরিকল্পনা করছেন ফারদিন।
সূত্রের খবর, তিনি ‘বিস্ফোট’ নামে একটি ছবিতে অভিনয় করতে চলেছেন, যা পরিচালনা করছেন সঞ্জয় গুপ্ত। ছবিটি হলিউডের ‘রক, পেপার, সিসর্স’ অবলম্বনে তৈরি হতে পারে এবং এতে রীতেশ দেশমুখেরও অভিনয়ের সম্ভাবনা রয়েছে।
এছাড়াও, জনপ্রিয় নির্মাতা সঞ্জয় লীলা ভন্সালীর ওয়েব সিরিজ ‘হিরামান্ডি’-তে ফারদিনের যুক্ত হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। নেটফ্লিক্সে মুক্তি পেতে চলা এই সিরিজে মনীষা কৈরালা, সোনাক্ষী সিন্হা, অদিতি রাও হায়দারি, সঞ্জীদা শেখের মতো অভিনেত্রীরা রয়েছেন। ২০২৪ সালে ‘বিস্ফোট’ ও ‘হিরামান্ডি’ দিয়ে ফিরতে চলেছেন ফারদিন খান। বড় বিরতির পর তিনি বলিউডে নিজের জায়গা তৈরি করতে পারেন কি না, সেটাই এখন দেখার বিষয়।