শেষ আপডেট: 12th March 2025 20:41
দ্য ওয়াল ব্যুরো: বলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী শুধু অভিনয়ের জন্য নয়, কাপুর পরিবারের বড় মেয়ে হিসেবেও বরাবর আলোচনায় থেকেছেন। তবে তাঁর ব্যক্তিগত জীবনের এক অধ্যায় ছিল যা রূপকথার মতো শুরু হলেও শেষ হয়েছিল চরম দুর্ভোগে। ব্যবসায়ী সঞ্জয় কাপুরের সঙ্গে ২০০৩ সালে বিয়ে হয়েছিল এই নায়িকার। বলিউডের তারকাখচিত সেই বিয়ে নজর কেড়েছিল সবার। কার কথা বলা হচ্ছে বলুন তো? ইনি আর কেউ নন, করিশ্মা কাপুর।
করিশ্মার বিয়ে ছিল বিলাসিতা ও আড়ম্বরের মেলবন্ধন। রণধীর কাপুর মেয়ের বিয়েতে কোনো খরচই বাকি রাখেননি। কোটি টাকার লেহেঙ্গা, অভিজাত অতিথি আপ্যায়ন—সব মিলিয়ে সেই বিয়ে ছিল বলিউডের অন্যতম জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান। শাহরুখ খান, অক্ষয় কুমার, শ্রীদেবী, গোবিন্দার মতো তারকারা নবদম্পতিকে আশীর্বাদ জানাতে গিয়েছিলেন।
কিন্তু বিয়ের সেই ঝলমলে মুহূর্তের পরই করিশ্মার জীবনে শুরু হয়েছিল এক ভিন্ন লড়াই। সম্পর্ক টিকিয়ে রাখার জন্য তিনি আপ্রাণ চেষ্টা করেছিলেন, কিন্তু পরিস্থিতি দিন দিন আরও কঠিন হয়ে উঠেছিল। অভিযোগ ছিল, গর্ভবতী অবস্থায় করিশ্মাকে তাঁর শাশুড়ি অপমান ও নির্যাতন করতেন। শুধু তাই নয়, শারীরিকভাবেও অত্যাচার করা হত তাঁকে।
সমস্যার এখানেই শেষ নয়। করিশ্মার অভিযোগ, সঞ্জয় কাপুর তাঁকে তাঁর বন্ধুদের সামনে অসম্মানজনক পরিস্থিতির মুখে ঠেলে দিয়েছিলেন। এমনকি একবার নিজের স্ত্রীকে নিলামে তোলার মতো অমানবিক কাজেও অভিযুক্ত হন সঞ্জয়।
বিয়ের এই তিক্ত অভিজ্ঞতার পর করিশ্মা সিদ্ধান্ত নেন সম্পর্ক থেকে বেরিয়ে আসার। বহু প্রতিকূলতা পেরিয়ে ২০১৬ সালে সঞ্জয় কাপুরের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদে যান তিনি। বলিউডের গ্ল্যামারের আড়ালে লুকিয়ে থাকা তাঁর এই কঠিন লড়াই আজও অনেকের মনে প্রশ্ন তোলে—বাস্তব জীবনে সত্যিই কি এতটা যন্ত্রণাদর মুখোমুখি হয়েছিলেন করিশ্মা?