শেষ আপডেট: 12th March 2025 18:13
দ্য ওয়াল ব্যুরো: কণ্ঠে মা সরস্বতীর বাস। গেয়েছেন ১১০০-র বেশি গান, আজ দেশের সবচেয়ে জনপ্রিয় গায়িকার জন্মদিন। ছবিতে ছোট্ট একরত্তি মেয়েটি হারমোনিয়াম বাজিয়ে সুর তুলছে। মাত্র ৬ বছর বয়সে স্টেজ পারফরম্যান্স দিয়ে শুরু হয়েছিল তাঁর সংগীতজীবন। আর আজ সেই খুদে মেয়েটিই বলিউডের অন্যতম জনপ্রিয় গায়িকা। বাংলার সঙ্গে তাঁর গভীর যোগ রয়েছে।
শুধু বলিউড নয়, টলিউড থেকে শুরু করে দক্ষিণী সিনেমা সহ একাধিক ইন্ডাস্ট্রিতে নিজের গান দিয়ে মন জয় করেছেন তিনি। ঠিক ধরেছেন, এই মিষ্টি খুদের নাম শ্রেয়া ঘোষাল। ১২ মার্চ, আজকের দিনেই জন্ম হয়েছিল শ্রেয়ার। এবারে ৪১ বছরে পা দিলেন তিনি। এই বিশেষ দিনে ভাইরাল হয়েছে তাঁর ছোটবেলার এক দুর্লভ ছবি। হারমোনিয়ামের সামনে বসে সুর তুলছেন ছোট্ট শ্রেয়া—এই ছবিতে তাঁর গানের প্রতি ভালবাসা স্পষ্ট ফুটে উঠছে।
গানের প্রতি নিবেদিতপ্রাণ এই শিল্পী ১১০০-র বেশি গান গেয়েছেন বিভিন্ন ভাষায়। ৬ বছর বয়সে স্টেজে গান গাওয়া দিয়ে যাত্রা শুরু। সেখান থেকে আজকের আন্তর্জাতিক খ্যাতি—এই সফর যেন স্বপ্নের মতো। শুধু দেশে নয়, বিদেশেও অসংখ্য অনুরাগী ছড়িয়ে রয়েছে তাঁর মায়াবী কণ্ঠের জন্য।
শ্রেয়ার প্রতিভার প্রথম স্বীকৃতি আসে 'সারেগামাপা' রিয়েলিটি শো থেকে। তারপর ২০০২ সালে 'দেবদাস' সিনেমার মাধ্যমে বলিউডে প্লেব্যাক সিঙ্গার হিসেবে অভিষেক। মাত্র ১৬ বছর বয়সে সেই যাত্রা শুরু হয়, যা আজও অপ্রতিরোধ্য। শাহরুখ খান, সলমন খানসহ বলিউডের তাবড় তারকাদের সিনেমায় তাঁর গান আজও শ্রোতাদের মনে দাগ কাটে।
শুধু প্লেব্যাক সিঙ্গিং নয়, 'ইন্ডিয়ান আইডল' সহ একাধিক রিয়েলিটি শোতে বিচারক হিসেবেও তিনি যথেষ্ট প্রশংসিত। তবে গানের প্রতি ভালবাসা আর নিষ্ঠা শ্রেয়ার পরিবার থেকেই এসেছে। তাঁর গানের প্রথম পাঠ শুরু হয়েছিল তাঁর মায়ের কাছেই।