শেষ আপডেট: 8th April 2023 14:27
দ্য ওয়াল ব্যুরো: স্টার জলসার পর্দায় বিকেল ৫.৩০ থেকে সন্ধে ৬.৩০ পর্যন্ত সময়টা আপাতত ম্যাজিক মোমেন্টস অর্থাৎ লীনা গঙ্গোপাধ্যায়ের দখলেই থাকে। তবে, সম্প্রতি ধারাবাহিক রামপ্রসাদ শুরু হওয়ার পরেই প্রশ্নের মুখে দুই ধারাবাহিকের (serial) ভবিষ্যত।
২০২২ এর গোড়ার দিকে শুরু হয়ে একবছর পেরিয়েছে ধারাবাহিক গুড্ডির (Guddi) পথচলা। অনেক ট্রোল বা কটুক্তির সম্মুখীন হলেও বিকেল ৫.৩০র স্লটে নিজের রাজত্ব বজায় রেখেছে গুড্ডি। অন্যদিকে খড়কুটো শেষ হওয়ার পর ২০২৩ এর শুরুর দিকে 'বালিঝড়'এর মাধ্যমে ফের পর্দায় ফেরেন তৃণা-কৌশিক জুটি। এবার তাদের সঙ্গে আছেন অভিনেতা ইন্দ্রাশিসও। তবে, অনেক আশা জাগিয়ে শুরু করলেও ধারাবাহিকের ফলাফল মোটেই আশানুরূপ নয়।
ইতিমধ্যে বছর শেষ হওয়ার আগেই রামপ্রসাদ ধারাবাহিকটির বিজ্ঞাপন পর্দায় এলেও কোন সময়ে সম্প্রচারিত হবে ধারাবাহিকটি সেই নিয়ে ধন্দে ছিলেন অভিনেতা থেকে নির্মাতা সকলেই। অবশেষে জানা গেছে, সন্ধে ৬টা থেকে আসতে চলেছে রামপ্রসাদ। এতেই ধন্দে পড়েছেন বালিঝড় এবং গুড্ডির নিয়মিত দর্শকরা। কাহিনীর বিশেষ কিছু বাকি না থাকায় গুড্ডি শেষ হবে নাকি ঝড় তুলতে না পারায় অকালেই বিদায় নিতে হবে বালিঝড়কে সেই দোলাচলে ভুগছেন দর্শকরা।
যুধাজিৎ কী দ্বিতীয় রোহিত সেন? গুড্ডির পর্ব দেখে সিঁদুরে মেঘ দেখছেন অনেকেই