শেষ আপডেট: 3rd February 2025 12:06
দ্য ওয়াল ব্যুরো: আমেরিকান র্যাপার ও সঙ্গীত প্রযোজক কানিয়ে ওয়েস্ট বরাবরই বিতর্কের কেন্দ্রে থাকেন—তেমনই তাঁর বর্তমান সঙ্গী, অস্ট্রেলিয়ান মডেল বিয়াঙ্কা সেনসোরিও (Bianca Censori)। সোমবার ৬৭তম গ্র্যামি অ্যাওয়ার্ডসে (Grammys 2025) এই তারকা যুগল আবারও শিরোনামে উঠে আসেন, তবে এবার বিতর্কের সূত্র ধরে। ঘটনাটি এমন পর্যায়ে পৌঁছায় যে, শেষ পর্যন্ত তাঁদের অনুষ্ঠানস্থল থেকে বের করে দেওয়া হয় বলে জানা যায়।
লস অ্যাঞ্জেলসের ক্রিপ্টো ডটকম অ্যারেনায় পৌঁছানোর পর, ওয়েস্ট ও সেনসোরি রেড কার্পেটে পা রাখেন, আর তখনই শুরু হয় আলোড়ন। ক্যামেরার সামনে ছবি তোলার সময় সেনসোরি তাঁর গায়ের কালো পশমের কোট খুলে ফেলেন, যার নীচে ছিল একেবারেই স্বচ্ছ পোশাক। প্রথমে ক্যামেরার দিকে পিছন ফিরে দাঁড়ালেও পরে তিনি সম্পূর্ণ সামনে ঘুরে দাঁড়ান, যা উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। কিছুক্ষণ পর ওয়েস্ট সরে দাঁড়ান, যাতে সেনসোরি এককভাবে ছবির জন্য পোজ দিতে পারেন।
প্রভাবশালী সংবাদমাধ্যম Page Six জানিয়েছে, ঘটনার কিছুক্ষণের মধ্যেই নিরাপত্তারক্ষীরা এসে তাঁদের অনুষ্ঠানস্থল থেকে বের করে দেন। পরে তাঁদের একটি রুপালি রঙের ক্রোম কারে অনুষ্ঠানস্থল ত্যাগ করতে দেখা যায়। Page Six জানিয়েছে, সেনসোরির এই ব্যতিক্রমী পোশাক আসলে ‘ভালচারস’ অ্যালবামের কভার পুনর্নির্মাণের প্রচেষ্টা ছিল। ‘Vultures 1’ হলো ¥$ নামে একটি হিপ-হপ সুপারগ্রুপের প্রথম স্টুডিও অ্যালবাম, যেখানে কানিয়ে ওয়েস্টের সঙ্গে রয়েছেন জনপ্রিয় গায়ক টাই ডোলা সাইন।
সোশ্যাল মিডিয়ায় অল্প সময়ের জন্য শুধুমাত্র টেলর সুইফটকে অনুসরণ করে সম্প্রতি আলোচনায় উঠে আসেন ওয়েস্ট। যদিও তাঁদের মধ্যে দীর্ঘদিনের টানাপোড়েন রয়েছে, তবে ২০২৫ সালের গ্র্যামিতে তাঁদের মুখোমুখি হওয়ার কোনো ঘটনা ঘটেনি। এদিন সুইফট, ‘The Tortured Poets Department’ অ্যালবামের জন্য একাধিক বিভাগে মনোনীত ছিলেন, সেরা কান্ট্রি অ্যালবামের পুরস্কার দেওয়া হয় কিংবদন্তি গায়িকা বিয়ন্সেকে।