বিয়ন্সে
শেষ আপডেট: 3rd February 2025 13:38
দ্য ওয়াল ব্যুরো: গ্র্যামির ইতিহাসে সর্বাধিক পুরষ্কৃত শিল্পী ছিলেন তিনি, শুধু তাই নয় সবচেয়ে বেশিবার মনোনয়নের রেকর্ডও ছিল তাঁর। বিয়ন্সে গিজেল নোলস। ৬৭তম গ্র্যামি অ্যাওয়ার্ডে সর্বোচ্চ ১১টি নমিনেশন পেয়েছিলেন বিয়ন্সে।
সে সব পেরিয়ে এবার আরও এক নতুন রেকর্ড গড়লেন মার্কিনি গায়িকা। বেস্ট কান্ট্রি অ্যালবাম বিভাগে, ৫০ বছর পর এই প্রথম কোনও কৃষাঙ্গ সংগীতশিল্পী গ্র্যামি জিতলেন । গত বছর, ২৯ মার্চ মুক্তি পায় ‘কাউবয় কার্টার’। বিয়ন্সের (beyonce) অষ্টম স্টুডিও অ্যালবাম। কৃষ্ণাঙ্গ কাউবয়দের সংস্কৃতি তুলে ধরেছেন গানে। বিভিন্ন ধরনের গান শুনে বড় হয়েছেন বিয়ন্সে, লোকসঙ্গীত থেকে পপ কিংবা জ্যাজ। ছোটবেলা থেকে শোনা সেই সব গানের মূল ভাব মিশে গিয়েছে ‘কাউবয় কার্টার’ অ্যালবামে।
এই পুরস্কার জেতার জন্য বিয়ন্সের অপেক্ষা ছিল ২৫ বছরের। তাঁর কাছে অ্যালবামটির স্বীকৃতি, তাঁর দীর্ঘ কেরিয়ারের এক নতুন অধ্যায়ের শুরুর। যখন বিয়ন্সে, লস অ্যাঞ্জেলেসের গ্র্যামি মঞ্চে উঠলেন, আবেগপ্রবণ হয়ে পড়ছিলেন বারে বারে। তাঁর বক্তৃতার প্রথমেই ছিল ধন্যবাদজ্ঞাপন, সেই সকল মানুষদের যাঁরা শহরের দাবানল দুর্ঘটনায় জানপ্রাণ দিয়ে মোকাবিলা করেছেন। তামাম দর্শক তখন, তাঁকে দাঁড়িয়ে করতালি দিয়ে অভিবাদন জানাচ্ছে, বিয়ন্সে বললেন ‘আমি আজ পরিপূর্ণ, সম্মানিত।
View this post on Instagram
বহু বছর হয়ে গেল এই মঞ্চে...এবং গ্র্যামির প্রত্যেককে এবং সকল গীতিকার, সহযোগী, প্রযোজকদের কঠোর পরিশ্রমের জন্য, ধন্যবাদ জানাই। আমি এই পুরস্কার মিসেস মার্টেলকে (কান্ট্রি মিউজিকের অগ্রদূত) উৎসর্গ করতে চাই। আমরা আরও এগিয়ে যাব। ঈশ্বর, সকলের মঙ্গল করুক। আপনাদের অনেক ধন্যবাদ’।
মঞ্চে বিয়ন্সের হাতে গ্র্যামি তুলে দেন আরও এক গায়িকা, টেলর সুইফট। শুধুমাত্র সেরা কান্ট্রি অ্যালবাম নয়, মাইলি সাইরাসের সঙ্গে বেস্ট কান্ট্রি ডুও/গ্রুপ পারফরম্যান্সের জন্যও গ্র্যামি জিতেছেন বিয়ন্সে। ‘আই মোস্ট ওয়ান্টেড’ পারফরম্যান্সের জন্য গ্র্যামি জিতেছেন দুই তারকাই। বিয়ন্সে (beyonce) তাঁর গ্র্যামি উৎসর্গ করেন লিন্ডা মার্টেলকে। মার্টেল একজন অগ্রজ কৃষ্ণাঙ্গ গায়িকা। তিনি প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা যিনি গ্র্যান্ড ওলে অপ্রিতে প্রথম পারফর্ম করেন। বিয়ন্সের ‘কাউবয় কার্টার’ অ্যালবামেও রয়েছেন মার্টেল।